Arvind Kejriwal

বিপদ বাড়ল কেজরীর! সরকারি টাকা অপব্যবহারের অভিযোগে এফআইআরের নির্দেশ আদালতের

অরবিন্দ কেজরীওয়াল ছাড়া আপ নেতা গুলাব সিংহ এবং নেত্রী নিকিতা শর্মার বিরুদ্ধেও এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। আপের বিরুদ্ধে অভিযোগ, তারা দলীয় প্রচারের জন্য সরকারি টাকা অপব্যবহার করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৮:১৮
Share:

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।

বিপদ বাড়ল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়ালের। সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে এ বার তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। দিল্লি পুলিশকে অভিযোগ দায়ের করতে বলল আদালত। শুধু কেজরীওয়াল একা নয়, আপের অন্য কয়েক জন নেতা-নেত্রীর বিরুদ্ধেও একই নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

কেজরীওয়াল এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ, দিল্লিতে ক্ষমতায় থাকাকালীন তাঁরা সরকারি টাকা অপব্যবহার করেছিলেন। সরকারি বরাদ্দের অতিরিক্ত টাকা ব্যয় করে বড় বড় হোর্ডিং দিয়েছিলেন তাঁরা। মঙ্গলবার দিল্লির নিম্ন আদালতে সেই সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলার শুনানি ছিল। সেই শুনানিতে বিচারক দিল্লি পুলিশকে কেজরীওয়ালদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। একই সঙ্গে ওই অভিযোগের তদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়ারও কথা বলেন তিনি। আগামী ১৮ মার্চের মধ্যে তদন্ত রিপোর্ট জমা করতে হবে পুলিশকে। উল্লেখ্য, ২০১৯ সালে এই একই অভিযোগে মামলা করার আবেদন জানানো হয়েছিল দিল্লির নিম্ন আদালতে। যদিও সেই সময় মামলা করার অনুমতি দেওয়া হয়নি।

কেজরীওয়াল ছাড়া আপ নেতা গুলাব সিংহ এবং নেত্রী নিকিতা শর্মার বিরুদ্ধেও এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। ১০ বছরেরও বেশি সময় ধরে দিল্লিতে ক্ষমতায় থাকা আপের বিরুদ্ধে অভিযোগ, তারা দলীয় প্রচারের জন্য সরকারি টাকা অপব্যবহার করেছে। গত বছরের জানুয়ারিতে, তথ্য ও প্রচার মন্ত্রক এই একই অভিযোগে আপকে সুদ-সহ ১৬৩ কোটি ৬২ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল।

Advertisement

চলতি বছরের জানুয়ারিতে বিজেপি অভিযোগ করেছিল, প্রকল্পের প্রচারের জন্য আপ সরকারের জন্য যা বরাদ্দ ছিল, তার থেকে বেশি খরচ করেছে। পদ্মশিবিরের দাবি, ‘বিজ়নেস ব্লাস্টার্স’ প্রকল্পে ৫৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু তারা খরচ করে ৮০ কোটি টাকা। শুধু এই একটা প্রকল্প নয়, আরও বেশ কয়েকটি প্রকল্পের কথাও উল্লেখ করেছিল বিজেপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement