সোমবার সকালে সিবিআইয়ের দফতরে ঢোকার মুখের হাসি বজায় থাকল দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার। ছবি: পিটিআই।
দিল্লির শাসকদল আম আদমি পার্টি (আপ)-র দাবি ছিল, সোমবারই সিবিআইয়ের হাতে গ্রেফতার হবেন দলের উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। তবে সোমবার সকাল থেকে টানা প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতর থেকে মুক্ত হয়েই বেরোলেন মণীশ।
আবগারি-দুর্নীতিতে অভিযুক্ত মণীশকে সমন পাঠিয়ে নিজেদের দফতরে ডেকে পাঠিয়েছিল সিবিআই। যা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন আপের প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। একে ‘গুজরাত নির্বাচনের আগে রাজনৈতিক ষড়যন্ত্র’ হিসাবে আখ্যা দিয়ে আপের দাবি ছিল, সোমবারই গ্রেফতার হতে পারেন মণীশ। খোদ কেজরী হুমকি দিয়েছিলেন, ‘‘জেলের তালা ভেঙে সিসৌদিয়াকে মুক্ত করব।” যদিও বাস্তবে এর কোনওটাই হয়নি। এই নিয়ে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের পর মুক্ত অবস্থায় সিবিআই দফতর ছেড়েছেন মণীশ।
প্রসঙ্গত, আবগারি-দুর্নীতিতে মণীশের নাম জড়ানোর পর গত অগস্টে তাঁর দিল্লির বাসভবনে বার বার তল্লাশিও চালিয়েছিল সিবিআই। দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সবুজ সঙ্কেত পাওয়ার পর ওই পদক্ষেপ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। যদিও দুর্নীততে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন মণীশ। তাঁর বাসভবনে তল্লাশি বা ব্যাঙ্কের লকার খতিয়ে দেখেও কিছু পাওয়া যায়নি। তা নিয়ে মণীশের হুঙ্কারও শোনা গিয়েছিল। তাঁর দাবি ছিল, ‘‘গুজরাত নির্বাচনের প্রচারে যাওয়া থেকে আটকাতে আমাকে জেলে পাঠাতে চাইছে (সিবিআই)। কিন্তু আমি ইডি, সিবিআইকে ভয় পাই না।’’ গোটা কাণ্ডে নরেন্দ্র মোদী সরকারকেই নিশানা করেছে আপ।