(বাঁ দিকে) আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল চিত্র।
আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে এসেছেন। থাকবেন এক সপ্তাহ। ২০২১ সালে আফগানিস্তানের মাটি থেকে আমেরিকার সেনা প্রত্যাহার এবং তালিবান ক্ষমতা দখলের পর এই প্রথম সে দেশের নতুন সরকারের বড় কোনও নেতা ভারত সফরে এলেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তাঁর দেখা করার কথা। কিন্তু মুত্তাকির ভারত সফরে নয়াদিল্লিতে এক ভিন্ন দোটানা তৈরি হয়েছে। অস্বস্তিতে পড়েছেন সরকারি আধিকারিকেরা।
আফগানিস্তানের তালিবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি ভারত। নয়াদিল্লিতে আফগানিস্তানের যে দূতাবাস রয়েছে, সেখানে এখনও দেশটির পুরনো পতাকা ওড়ে। তালিবানের নতুন পতাকা দূতাবাসে ওড়ানোর অনুমতিও দেয়নি ভারত সরকার। আফগানিস্তানে তো ২০২১ সাল থেকেই বন্ধ ভারতীয় দূতাবাস। কিন্তু যে কোনও দ্বিপাক্ষিক সফরের নিয়ম, সরকারি ভাবে ছবি তোলার সময়ে ভারতের পতাকার পাশে রাখতে হবে সফরকারী নেতার দেশের পতাকাও। এখানেই তৈরি হয়েছে দোটানা। যে সরকারকে ভারত এখনও স্বীকৃতি দেয়নি, যে পতাকা এখনও দূতাবাসে ওড়ানোর অনুমতি মেলেনি, সেই পতাকা মুত্তাকির সফরকালে কী ভাবে তেরঙার পাশে শোভা পাবে? এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি আধিকারিকেরা।
তালিবানের পতাকা বলতে একটা সাদা কাপড়ের উপর কালো হরফে শাহাদার (ইসলাম ধর্মমত অনুযায়ী বিশ্বাসের বাণী) বাণী লেখা। আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পরেও নয়াদিল্লির দূতাবাসে এই পতাকা ওড়েনি। বরং এখনও সেখানে আফগানিস্তানের পুরনো পতাকা রয়েছে, যে পতাকা ছিল ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট আসরাফ গনির সময়কালে।
মুত্তাকি এই প্রথম ভারতে এলেও এর আগে তাঁর সঙ্গে অন্যত্র ভারতীয় আধিকারিকদের সাক্ষাৎ হয়েছে। কাবুল তালিবানের পতাকাই সে সব ক্ষেত্রে ব্যবহার করেছে। চলতি বছরের শুরুতে দুবাইয়ে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী যখন মুত্তাকির সঙ্গে দেখা করেছিলেন, তখন কোনও পতাকা ব্যবহার না-করে বিতর্ক এড়ানো হয়েছিল। কিন্তু মুত্তাকি ভারতে আসার পর অস্বস্তি বেড়েছে।
ভারত এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক বরাবর বন্ধুত্বপূর্ণই। কিন্তু সে দেশে তালিবান ক্ষমতায় আসার পর সমীকরণ বদলেছে। আফগানিস্তানে দূতাবাস বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। মু্ত্তাকির ভারত সফর দুই দেশের সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে যেতে চলেছে বলে অনেকের মত।