ডেঙ্গি নিয়ে কেন্দ্র ও দিল্লি সরকারকে নোটিস হাইকোর্টের

ডেঙ্গি মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্র, দিল্লি সরকার এবং রাজধানীর নগরপালিকা এনডিএমসি’র কাছে তা জানতে চাইল দিল্লি হাইকোর্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০৩
Share:

এ ভাবেই চলছে চিকিত্সা। ছবি: এপি।

ডেঙ্গি মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্র, দিল্লি সরকার এবং রাজধানীর নগরপালিকা এনডিএমসি’র কাছে তা জানতে চাইল দিল্লি হাইকোর্ট। ২৪ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা দাখিল করে আদালতে সে কথা জানাতে নির্দেশও দেওয়া হয়েছে। দিল্লিতে ডেঙ্গির বাড়তে থাকা প্রকোপকে মহামারী ঘোষণা করার দাবিতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি জি রোহিনী এবং বিচারপতি জয়ন্ত নাথের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে।

Advertisement

গৌরী গ্রোভার নামে এক আইন পড়ুয়া জনস্বার্থ মামলাটি দায়ের করেন। সপ্তাহখানেক আগে রাজধানীতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় অবিনাশ নামে বছর সাতেকের এক বালকের। কোনও হাসপাতাল তার চিকিৎসা করতে রাজি না হওয়ায় তার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। অবিনাশের বাবা-মা পুত্রশোকে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। গৌরী গ্রোভার আদালতে তাঁর আবেদনে সেই ঘটনার কথা উল্লেখ করে জানান, হাসপাতালগুলির অপদার্থতার কারণেই ওই ঘটনা ঘটেছে। আদালত অবশ্য মামলাকারীর আরও প্রস্তুতি নিয়ে এই মামলা দায়ের করা উচিত ছিল বলে পরামর্শ দিয়েছে। হাসপাতালগুলির গাফিলতিতেই যে অবিনাশ ও তার বাবা-মা’র মৃত্যু, সে বিষয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ দাখিল করতে মামলাকারীকে নির্দেশও দিয়েছে হাইকোর্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন