Ratan Tata

রতন টাটার নাম চাইলেই ব্যবহার করতে পারে না কোনও তৃতীয় পক্ষ! দিল্লি হাই কোর্টের পর্যবেক্ষণ

প্রয়াত শিল্পপতি রতন টাটা দীর্ঘ দিন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান থেকেছেন। তাঁর নাম বা ছবি কোনও তৃতীয় পক্ষ বিনা অনুমতিতে ব্যবহার করলে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে মনে করছে দিল্লি হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৩
Share:

প্রয়াত শিল্পপতি রতন টাটা। —ফাইল চিত্র।

প্রয়াত শিল্পপতি রতন টাটার নাম চাইলেই কোনও তৃতীয় পক্ষ ইচ্ছামতো ব্যবহার করতে পারে না। সম্প্রতি এক মামলার পর্যবেক্ষণে এ কথা জানিয়েছে দিল্লি হাই কোর্ট। হাই কোর্ট জানিয়েছে, ‘রতন টাটা’ নামটি একটি পরিচিত ট্রেডমার্ক। অনুমোদন ছাড়া কোনও তৃতীয় পক্ষ এই নামটি যাতে ব্যবহার করতে না পারে, সে কথাও জানিয়েছে আদালত। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে হাই কোর্ট জানিয়েছে, “টাটা ইতিমধ্যে একটি ট্রেডমার্ক। প্রয়াত রতন টাটা ওই সংস্থার চেয়ারম্যান ছিলেন। তিনি একজন পরিচিত ব্যক্তিত্ব। তাই যথাযথ অনুমতি ছাড়া তাঁর নাম কোনও তৃতীয় পক্ষ ব্যবহার করতে পারবে না।”

Advertisement

প্রয়াত শিল্পপতির নাম এবং ছবি ব্যবহার করে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে আদালতে মামলা করে টাটা গোষ্ঠী এবং ‘স্যর রতন টাটা ট্রাস্ট’। তাদের অভিযোগ, প্রয়াত শিল্পপতির নাম ব্যবহার করে টাটা গোষ্ঠীর নামের অপব্যবহার করছেন ওই অনুষ্ঠানের আয়োজক। মামলার শুনানিতে গত ৭ ফেব্রুয়ারি দিল্লি হাই কোর্টের বিচারপতি মিনি পুষ্কর্ণ জানান, রতন টাটার নাম বা ছবি ব্যবহার করে কোনও পুরস্কার দিতে পারবেন না আয়োজক। এই মর্মে হাই কোর্টে একটি হলফনামাও জমা দিতে নির্দেশ দেন তিনি। আদালত জানিয়েছে, কারণ যা-ই হোক না কেন, প্রয়াত শিল্পপতির নাম বা ছবি ব্যবহার করতে পারবেন না আয়োজক।

আদালত জানিয়েছে, প্রয়াত শিল্পপতি সাধারণ মানুষের কাছে ভীষণ পরিচিত। সে ক্ষেত্রে অন্য কেউ তাঁর নাম ব্যবহার করলে জনমানসে বিভ্রান্তি তৈরির সম্ভাবনা থাকে। ওই অনুষ্ঠান আয়োজকের আইনজীবীও আদালতে জানান, তাঁরা অনুষ্ঠানটি বাতিল করে দিয়েছেন। ওয়েবসাইট থেকেও এ সংক্রান্ত পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। তবে হাই কোর্ট জানিয়েছে, ওই আয়োজককে হলফনামা জমা দিয়ে জানাতে হবে এই বলে যে, তিনি ভবিষ্যতে আর কোনও দিনও টাটার নাম, ট্রেডমার্ক বা প্রয়াত শিল্পপতির ছবি বিনা অনুমতিতে ব্যবহার করবেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement