Murder

‘কালা জাদু’ করেন প্রতিবেশী, সন্দেহে মধ্যবয়সিকে খুন, ছুরির ঘায়ে জখম এক, ধৃত অভিযুক্ত

সপ্তাহখানেক আগে সুনীলের জমিতে বিনোদ প্রাতঃকৃত্য করেছিলেন বলে গত কয়েক দিন ধরে দু’জনের মধ্যে ঝামেলা চলছিল। সোমবারও তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। অভিযোগ, সে সময় ছুরি দিয়ে হামলা চালান বিনোদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ১৭:০৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সপ্তাহখানেক আগে প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। সেই ঘটনার জেরে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়াঝাঁটি চলছিল। উত্তপ্ত বাগ্‌বিতণ্ডার সময় মধ্যবয়সি প্রতিবেশীর উপর ছুরি নিয়ে হামলা চালান অন্য জন। ওই মধ্যবয়সি তাঁর উপর ‘কালা জাদু’ করেছেন দাবি। ঝামেলা মেটানোর চেষ্টা করতে গিয়ে ছুরির ঘায়ে আহত হন তৃতীয় প্রতিবেশী। অভিযোগ, ওই হামলার জেরেই নিহত হয়েছেন মধ্যবয়সি। তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার সংবাদমাধ্যমে জানিয়েছে দিল্লি পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, পশ্চিম দিল্লির দ্বারকা এলাকা লাগোয়া জাফরপুর কলায় সুরহেরা গ্রামের বাসিন্দা ছিলেন সুনীল (৪৭)। চাষবাস করে সংসার চালাতেন তিনি। অভিযোগ, সোমবার সব্জি কাটার ছুরি দিয়ে সুনীলকে খুন করেন তাঁর প্রতিবেশী বিনোদ। দ্বারকার ডেপুটি কমিশনার এম হর্ষ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘খুনের কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। এর পর ৪৪ বছরের বিনোদকে গ্রেফতার করে পুলিশ।’’

ডিসিপি জানিয়েছেন, সপ্তাহখানেক আগে সুনীলের জমিতে বিনোদ প্রাতঃকৃত্য করেছিলেন বলে গত কয়েক দিন ধরে দু’জনের মধ্যে ঝামেলা চলছিল। সোমবারও তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। অভিযোগ, সে সময় সুনীলের উপর ছুরি দিয়ে হামলা চালান বিনোদ। দু’জনের ঝামেলা মেটাতে গিয়ে আহত হয়েছেন রাজপাল নামে ৫৮ বছর বয়সি আর এক প্রতিবেশী। বিনোদের বিরুদ্ধে খুন এবং খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। যদিও কেন ‘কালা জাদু’ করার অভিযোগ তুলেছেন বিনোদ, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement