গ্রেফতার আপের বিধায়ক

ডিগ্রি জালের অভিযোগে দিল্লির আইনমন্ত্রী জিতেন্দ্র তোমরের গ্রেফতার হওয়া আগেই একপ্রস্ত অস্বস্তিতে ফেলেছিল অরবিন্দ কেজরীবালকে। এ বার জমি জালিয়াতির অভিযোগে গ্রেফতার হলেন দলের আরও এক বিধায়ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ০৩:৫৭
Share:

ডিগ্রি জালের অভিযোগে দিল্লির আইনমন্ত্রী জিতেন্দ্র তোমরের গ্রেফতার হওয়া আগেই একপ্রস্ত অস্বস্তিতে ফেলেছিল অরবিন্দ কেজরীবালকে। এ বার জমি জালিয়াতির অভিযোগে গ্রেফতার হলেন দলের আরও এক বিধায়ক।

Advertisement

মনোজ কুমার নামে রাজধানীর কোণ্ডলি এলাকার ওই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি জমির মালিক না হওয়া সত্ত্বেও সেটিকে নিজের বলে ভুয়ো দলিল দেখিয়ে অন্য এক জনকে বিক্রি করেছিলেন। এই জালিয়াতির অভিযোগ ছাড়াও ওই বিধায়কের বিরুদ্ধে আরও সাতটি মামলা ঝুলে রয়েছে। তার মধ্যে একাধিক প্রতারণা, এক মহিলা ও এক কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর করার অভিযোগ রয়েছে।

আপ এই গ্রেফতারির পিছনে মোদী সরকারের ‘প্রতিহিংসা’ দেখছে। কারণ দিল্লি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। দলের নেতা সঞ্জয় সিংহ বলেন, ‘‘আরও কত লোকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পুলিশ তাদের ধরছে না। বেছে বেছে আপ নেতাদের গ্রেফতার করা হচ্ছে। ওই বিধায়ক ২০১৪ সালে একটি প্রতিবাদ মিছিলে যোগ দেন। সম্ভবত সেই অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়েছে।’’ পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দিল্লির ৬৭ জন আপ বিধায়কের মধ্যে ২১ জনের নামে ফৌজদারি অভিযোগ রয়েছে। সেই তালিকায় রয়েছেন অরবিন্দ কেজরীবাল, মণীশ সিসৌদিয়াও। দিল্লি পুলিশ সূত্রের খবর, সকলের বিরুদ্ধেই আদালতে চার্জশিট পেশ করতে চলেছে তারা। ফলে ভবিষ্যতে আম আদমি পার্টির অস্বস্তি আরও বাড়তে চলেছে বলেই মনে করছেন খোদ দলীয় নেতৃত্বই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন