Amit Shah

স্বরাষ্ট্রমন্ত্রীর পথে কংগ্রেসের বিক্ষোভ

বুধবার বিধান সরণির ঠনঠনিয়া কালী বাড়িতে পুজো দিতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর যাত্রাপথে কলেজ স্ট্রিটে প্ল্যাকার্ড নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে জড়ো হয়েছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ০৭:৫৪
Share:

কংগ্রেসের বিক্ষোভ কলেজ স্ট্রিটে। —নিজস্ব চিত্র।

এক কালে বামেদের মিছিলে-বিক্ষোভে স্লোগান উঠতো, ‘কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’। এ বার ‘অমিত শাহের কা‌লো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান দিয়ে বিক্ষোভে দেখা গেল কংগ্রেস নেতা-কর্মীদের! রাজ্য সফরের শেষ দিনে, বুধবার বিধান সরণির ঠনঠনিয়া কালী বাড়িতে পুজো দিতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর যাত্রাপথে কলেজ স্ট্রিটে প্ল্যাকার্ড নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে জড়ো হয়েছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। বাঙালি পরিযায়ী শ্রমিক জুয়েল রানার হত্যার বিচার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি করছিলেন তাঁরা। পুলিশ অবশ্য কংগ্রেস কর্মীদের ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছিল। তার মধ্যে থেকেই ‘অমিত শাহ গো ব্যাক’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন শুভঙ্কর, আশুতোষ চট্টোপাধ্যায়, মানস সরকার, সুমন রায়চৌধুরী, মিতা চক্রবর্তী, অশোক (রাজা) ভট্টাচার্য, তপন আগরওয়ালেরা। পুলিশের হস্তক্ষেপে অপ্রীতিকর কিছু ঘটেনি। প্রদেশ সভাপতি শুভঙ্করের বক্তব্য, ‘‘বাংলা ভাষায় কথা বলার অপরাধে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে পিটিয়ে মারা হয়েছে ওড়িশায়। আরও কয়েক জন আহত হয়েছেন। বিজেপি-শাসিত নানা রাজ্যে এমন ঘটনা লাগাতার ঘটছে। শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপিরও শীর্ষ নেতা। রাজ্যে এসে তিনি বাঙালিদের উপরে নির্যাতন নিয়ে একটা শব্দও বলেননি। আমরা তাঁর জবাব চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন