Delhi Crime

মালখানা থেকে ৫১ লক্ষ নগদ গায়েব, চুরি যায় গয়নাও! কাঠগড়ায় দিল্লি পুলিশের হেড কনস্টেবল

জানা গিয়েছে, গত শুক্রবার রাতে চুরির ঘটনাটি ঘটে। ওই মালখানায় কর্মরত ছিলেন অভিযুক্ত কনস্টেবল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৫:৫৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পুলিশের মালখানা থেকে লক্ষ লক্ষ টাকা এবং গয়না চুরির অভিযোগে গ্রেফতার হেড কনস্টেবল! দিল্লি পুলিশের বিশেষ দলের হাতে ধরা পড়েন তিনি। অভিযোগ, লোধি রোডের মালখানা থেকে ৫১ লক্ষ নগদ এবং গয়না চুরি যায়। সেই ঘটনার তদন্তে উঠে আসে দিল্লি পুলিশের হেড কনস্টেবল খুরশিদের নাম।

Advertisement

জানা গিয়েছে, গত শুক্রবার রাতে চুরির ঘটনাটি ঘটে। ওই মালখানায় কর্মরত ছিলেন খুরশিদ। তিনি ডিউটি থেকে চলে যাওয়ার পরই চুরির বিষয়টি নজরে আসে। দেখা যায়, ওই মালখানা থেকে লক্ষ লক্ষ টাকা উধাও। শুধু তা-ই নয়, মূল্যবান গয়নাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।

খুরশিদকে মালখানার দায়িত্ব থেকে সরিয়ে বর্তমানে পূর্ব দিল্লিতে বদলি করা হয়। তদন্তকারীরা জানতে পারেন, লোধি রোডের মালখানায় যে চুরির ঘটনা ঘটেছে, তখন দায়িত্বে ছিলেন খুরশিদ। তার পরেই তাঁকে আটক করে জেরা শুরু করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকার করে নেন খুরশিদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement