Operation Sindoor

বিষয় ‘অপারেশন সিঁদুর’! প্রবন্ধ লিখে মিলবে আর্থিক পুরস্কার, সঙ্গে লালকেল্লায় যাওয়ার সুযোগও

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেই হামলায় ২৬ জনের মৃত্যু হয়। তারই প্রত্যাঘাত হিসাবে ভারত ‘সিঁদুর’ অভিযান চালিয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৭:৫১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পহেলগাঁও কাণ্ডের জবাবে ভারত ‘সিঁদুর’ অভিযান চালিয়েছিল। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ন’টি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। সেই সাফল্যকে প্রবন্ধ আকারে লিখে জমা দিলে মিলতে পারে আর্থিক পুরস্কার। এমনই জানাল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। বলা হয়েছে, সেরা তিন প্রবন্ধ জিতবে ১০ হাজার টাকার পুরস্কার। শুধু তা-ই নয়, তিন বিজেতা স্বাধীনতা দিবসে লালকেল্লায় উপস্থিত থাকার সুযোগ পাবেন।

Advertisement

রবিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি প্রবন্ধ প্রতিযোগিতার ঘোষণা করে। বিষয়: ‘অপারেশন সিঁদুর’। রবিবার থেকেই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। এক মাস ধরে চলবে। সারা দেশের মানুষ এই প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রবন্ধ লিখে জমা দিতে হবে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে। সেখান থেকে বেছে নেওয়া হবে সেরা তিন। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। একই সঙ্গে ৭৮তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় নিয়ে যাওয়া হবে তিন বিজেতাকে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেই হামলায় ২৬ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক এবং এক জন স্থানীয়। ভারত এই হামলায় পাকিস্তানের দিকে আঙুল তুলেছে। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরাই পহেলগাঁওয়ে হত্যালীলা চালিয়েছে। যদিও পাকিস্তান প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, ভারত কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানের দিকে আঙুল তুলছে। নিরপেক্ষ তদন্তেরও দাবি জানায় ইসলামাবাদ।

Advertisement

পহেলগাঁও কাণ্ডকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহেই ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ চালায়। জঙ্গি এবং সন্ত্রাস দমনেই এই অভিযান বলে দাবি করে ভারত। তার পর থেকেই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয়। টানা চার দিন সীমান্তে উত্তেজনার পর সংঘর্ষবিরতিতে সহমত হয় দুই দেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement