National

বোমাতঙ্কে তোলপাড় রাষ্ট্রপতি ভবন

স্বাধীনতা দিবসের প্রাক্কালে বোমাতঙ্কে তোলপাড় হয়ে গেল রাষ্ট্রপতি ভবন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৬ ১৭:৪৫
Share:

স্বাধীনতা দিবসের প্রাক্কালে বোমাতঙ্কে তোলপাড় হয়ে গেল রাষ্ট্রপতি ভবন।

Advertisement

রবিবার দিল্লি পুলিশের সদর দফতরে কেউ বা কারা টেলিফোন করে জানায়, ভবনের এক নম্বর গেটের সামনে একটি ব্যাগ রয়েছে। তাতে বোমা রাখা রয়েছে। তা যে কোনও মুহূর্তে ফেটে বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে।

ওই ফোন পাওয়ার পরেই পুলিশ ঘিরে ফেলে গোটা রাষ্ট্রপতি ভবন এলাকা। ছুটে যায় বম্ব স্কোয়্যাড, পুলিশ কুকুর। চালানো হয় গোটা এলাকায় তন্নতন্ন তল্লাশি। কোনও বিস্ফোরণের জন্য তৈরি থাকতে রাষ্ট্রপতি ভবন চত্বরে মোতায়েন করা হয় পাঁচটি দমকল। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, কিছু পাওয়া যায়নি।

Advertisement

আরও পড়ুন- টুইটারে সুষমার সাড়া পেতে দেরি হয় না শিশুরও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement