দিল্লির ঔরঙ্গজেব রোডের নাম বদলে গেল। সেই পথের নামকরণ করা হল প্রাক্তন রাষ্ট্রপতি সদ্য প্রয়াত এ পি জে আব্দুল কালামের নামে। কালামের প্রয়াণের পরেই দিল্লির বিজেপি সাংসদ মহেশ গিরি ঔরঙ্গজেব রোডের নাম বদলে কালামের নামে করার দাবি জানান প্রধানমন্ত্রীর কাছে। আজ বিকেলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল হঠাৎই টুইটে ঘোষণা করেন, দিল্লি পুরসভা এই নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে।