কালো টাকার পাহাড়ে দর্জি, চা-ওয়ালারা

এক সময়ে চা বিক্রি করতেন। কিন্তু তাতে কী! পেশা যাই হোক, সিন্দুকে এখন তাঁর কোটি কোটি টাকা। দেড় ডজন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তি ছাড়িয়েছে আড়াইশো কোটি।

Advertisement

সংবাদ সংস্থা

সুরাত শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬ ০৪:০৯
Share:

এক সময়ে চা বিক্রি করতেন। কিন্তু তাতে কী! পেশা যাই হোক, সিন্দুকে এখন তাঁর কোটি কোটি টাকা। দেড় ডজন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তি ছাড়িয়েছে আড়াইশো কোটি। হাল এতটা ভাল হয়ে গেলে চায়ের ব্যবসা আর কে-ই বা করে! সুরাতের কোটিপতি চা ব্যবসায়ী কিশোর ভাজিয়াওয়ালা তাই এখন শহরের নির্মাণ ব্যবসা থেকে সোনা-রূপোর কারবারে টাকা ঢেলে থাকেন। কিন্তু নরেন্দ্র মোদী সরকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পরে ব্যাঙ্কে দেড় কোটি টাকা জমা করেই আয়কর দফতরের অফিসারদের জালে পড়ে গেলেন কিশোর।

Advertisement

কালো টাকা উদ্ধার অভিযানে নেমে আয়কর তদন্তকারীরা তাকে সন্দেহ করেছিলেন প্রথমে। কিন্তু কিছুটা এগোতেই কেঁচো খুঁড়তে বেরিয়ে এল কেউটে। কিশোরের সম্পত্তির বহর দেখেই তাঁর বাড়ি, অফিসে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। খুলে দেখা হয় ব্যাঙ্কের লকারগুলি। আয়কর দফতর সূত্রের দাবি, তল্লাশির সময়ে বহু সম্পত্তির নথি উদ্ধার করা হয়েছে। কিশোরের ব্যাঙ্ক অ্যাকাউন্টই রয়েছে দু’ডজনের কাছাকাছি। লকার তেরোটি। সে সব থেকে এখনও পর্যন্ত প্রায় দেড় কোটি নগদ টাকা মিলেছে। সোনার গয়না ৫ কোটির, রুপো ও অন্য গয়না পাওয়া গিয়েছে ৩ কোটি টাকার। আয়কর দফতরের কর্তাদের দাবি প্রাক্তন এই চা বিক্রেতা সোনা ও রূপোর ব্যবসায় এত বড় মাপের লেনদেন করে থাকেন যে শহরে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। তবে সবগুলিই এখন আর্থিক গোয়েন্দাদের আতসকাচের নীচে।

শুধু সুরাতের এই প্রাক্তন চা বিক্রেতাই নন, চণ্ডীগড়ের এক দর্জির কাছ থেকেও প্রায় ৩০ লক্ষের কালো টাকা উদ্ধার হয়েছে। মোহালির এই দর্জির দোকান থেকে যে টাকা উদ্ধার হয়েছে, তার মধ্যে ১৮ লক্ষই নতুন ২০০০-এর নোট। বাকি ১০০ ও ৫০ টাকার নোটও পেয়েছেন ইডি-র অফিসাররা। এই নোট কী ভাবে এখানে পৌঁছল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ ছাড়া তার থেকে আড়াই কেজি সোনাও পাওয়া গিয়েছে। এ নিয়ে চণ্ডীগড়ে বেশ কয়েকটি তল্লাশির ঘটনায় কালো টাকা উদ্ধার হল। চণ্ডীগড়ে অবৈধ উপায়ে নতুন নোট ব্যবসায়ীদের হাতে চালান করে দেওয়ার অভিযোগে পুলিশ একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মীকে গ্রেফতার করেছে।

Advertisement

কালো টাকা উদ্ধার অভিযানে হায়দরাবাদে দু’টি ঘটনায় ৬৬ লক্ষ টাকা উদ্ধার করেছে আয়কর বিভাগ। সবগুলিই নতুন ২০০০ টাকা। গত কাল রাতে দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশের নয়ডাতেও ১৮ লক্ষ টাকার মতুন নোট উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন