দুশ্চিন্তা বাড়িয়ে চুরি ব্যাঙ্কের লাইনেও

সুপ্রিম কোর্ট আগেই আশঙ্কা প্রকাশ করেছিল। ব্যাঙ্কের বাইরে টাকা জমা দেওয়ার লাইন থেকে ৪৭ হাজার টাকা ও আর এক জনের কাছ থেকে নতুন নোটে দশ হাজার টাকা চুরির পরে সন্দেহ দানা বাঁধছে, নোট বাতিলের এই ডামাডোলে এ বার কি গুন্ডা-রাজ শুরু হল!

Advertisement

সংবাদ সংস্থা

মুজফ্ফরনগর (উত্তরপ্রদেশ) শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ০৩:০৫
Share:

সুপ্রিম কোর্ট আগেই আশঙ্কা প্রকাশ করেছিল। ব্যাঙ্কের বাইরে টাকা জমা দেওয়ার লাইন থেকে ৪৭ হাজার টাকা ও আর এক জনের কাছ থেকে নতুন নোটে দশ হাজার টাকা চুরির পরে সন্দেহ দানা বাঁধছে, নোট বাতিলের এই ডামাডোলে এ বার কি গুন্ডা-রাজ শুরু হল!

Advertisement

গত কাল মুজফ্ফরনগর থেকে একটু দূরে শামলির এক ব্যাঙ্কে পুরনো নোট জমা দিতে দাঁড়িয়েছিলেন সতীশ কুমার। সঙ্গে ছিল ৪৭ হাজার টাকা। রবিবার পুলিশ জানিয়েছে, ব্যাঙ্কের লাইন থেকেই সেই টাকা চুরি হয়ে যায়।

দিন কুড়ি আগে একই ধরনের ঘটনা ঘটেছিল খাস কলকাতায়। ডালহৌসি চত্বরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হাজার পঞ্চাশেক টাকা জমা দিতে এসেছিলেন হাওড়ার এক বৃদ্ধ। ব্যাঙ্কের লাইনে ঠায় দাঁড়িয়ে থাকতে থাকতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। হঠাৎ টের পান, হাল্কা হাল্কা ঠেকছে! দেখেন, ব্যাগের ভেতরে প্লাস্টিকে মোড়ানো টাকার বান্ডিল উধাও। দিন কয়েক আগে ডালহৌসি চত্বরের এক ব্যাঙ্কে আসা এক বৃদ্ধের ব্যাগ কেটে ৫০ হাজার টাকা উধাও হওয়ার অভিযোগও পুলিশের কাছে জমা পড়েছিল। তখন লালবাজার জানায়, ব্যাঙ্কে ব্যাঙ্কে নোট বদলানোর জন্য ভিড় বাড়তেই শহরে সক্রিয় হয়ে উঠেছে পকেটমারেরা।

Advertisement

শুধু পুরনো নোট নয়, ছিনতাই হচ্ছে নতুন নোটও। শনিবার মুজফ্‌ফরনগরের মোরনার একটি ব্যাঙ্ক থেকে বাতিল নোট বদল করে ফিরছিলেন এক ব্যক্তি। ফেরার পথেই তাঁর থেকে ১০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ।

পুরনো নোট জমা দিতে এসে গত কাল ব্যাঙ্কের মধ্যেই চোরের খপ্পরে পড়েছিলেন ইংরেজবাজারের রবীন্দ্রনাথ দাস। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মালদহ শাখায় ৬০ হাজার টাকা জমা দিতে এসেছিলেন তিনি। লাইনে দাঁড়িয়ে থাকার সময় ব্লেড দিয়ে তাঁর ব্যাগ কেটে কেউ টাকা বার করে নেয়। এটিএম বা ব্যাঙ্কের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হওয়া, এমনকী, একাধিক মৃত্যুরও ঘটনাও ঘটেছে। এ বার কি বাড়বে চুরি-ছিনতাই-অরাজকতাও? টাকা জমা বা পাল্টাতে ব্যাঙ্কের বাইরে লাইন দিয়েছেন যাঁরা, তাঁদের নিরাপত্তাই বা নিশ্চিত করবে কে?

নোট বাতিলের ঝামেলার মধ্যে যোগ হল এক নতুন দুশ্চিন্তা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন