Death Threat

২৪ ঘণ্টার মধ্যে গুলি করব! খুনের হুমকি বিহারের উপমুখ্যমন্ত্রীকে, মোবাইল নম্বর ধরে তদন্তে পুলিশ

বিহারের উপমুখ্যমন্ত্রীর এক অনুগামীর মোবাইলে অচেনা নম্বর থেকে হোয়াট্‌সঅ্যাপে মেসেজ করা হয় বলে অভিযোগ। সেখানে লেখা ছিল, ‘‘২৪ ঘণ্টার মধ্যে আমি সম্রাট চৌধরিকে গুলি করব। আমি সত্যি বলছি।’’ ওই হুমকি মেসেজটি পাওয়ার পরেই থানায় অভিযোগ দায়ের করেন সম্রাটের অনুগামী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৭:৩৩
Share:

বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি। —ফাইল চিত্র।

বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধরিকে খুনের হুমকি দিলেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। সম্রাটের এক অনুগামীর হোয়াটস্‌অ্যাপে অচেনা নম্বর থেকে ওই হুমকি পাঠানো হয়। ২৪ ঘণ্টার মধ্যে উপমুখ্যমন্ত্রীকে গুলি করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে ওই বার্তায়। বিষয়টি জানাজানির পরেই সম্রাটের নিরাপত্তাকর্মীদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে। ওই অচেনা নম্বর থেকে কে হুমকি পাঠিয়েছেন, তা-ও জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

শনিবার রাতে সম্রাটের অনুগামী এক বিজেপি কর্মীর মোবাইলে ওই অচেনা নম্বর থেকে হোয়াট্‌সঅ্যাপে মেসেজ করা হয় বলে অভিযোগ। সেখান লেখা ছিল, ‘২৪ ঘণ্টার মধ্যে আমি সম্রাট চৌধরিকে গুলি করব। আমি সত্যি বলছি।’ ওই হুমকি মেসেজটি পাওয়ার পরেই থানায় অভিযোগ দায়ের করেন সম্রাটের অনুগামী। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যে নম্বর থেকে মেসেজটি পাঠানো হয়েছিল, সেটির সূত্র ধরে অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে। কেউ ভুয়ো তথ্য দিয়ে হুমকি পাঠিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

সম্রাটকে খুনের হুমকির বিষয়টি জানার পরে উপমুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই হুমকি-মেসেজের বিষয়ে সতর্কও করা হয়েছে সম্রাটের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের। যদিও রবিবার এই হুমকি নিয়ে প্রশ্নে সরাসরি কোনও মন্তব্য করেননি সম্রাট। তাঁর দাবি, বিহার সরকার যে সেখানকার উন্নয়নের জন্য বদ্ধপরিকর, তা বিহারের সাধারণ মানুষ জানেন। বিহারের উন্নয়নের কাজ যেমন চলছে তেমনই চলবে, জানান সম্রাট।

Advertisement

চলতি বছরের শেষ দিকেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের সমীক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ। এরই মধ্যে বিহারের উপমুখ্যমন্ত্রীকে গুলি করার হুমকি পাঠানো হল তাঁরই এক অনুগামীর হোয়াটস্‌অ্যাপে। যদিও এই হুমকিকে বিশেষ আমল দিতে নারাজ উপমুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement