এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
চলন্ত গাড়িতে তরুণীকে ধর্ষণের পর রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল মহারাষ্ট্রের লোনাভলায়। মুম্বই থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এই শহরটি মহারাষ্ট্রের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। তরুণীকে অপহরণের পরে গাড়িতে নিয়েই শহরের বিভিন্ন প্রান্তে ঘোরেন অভিযুক্ত। চলন্ত গাড়িতেই ২৩ বছর বয়সি ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ওই গাড়িতে আরও কেউ ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
নির্যাতিতার বাড়ি লোনাভলা শহরেই। শুক্রবার রাতে তরুণী বাড়ি ফেরার সময় তাঁর পাড়া থেকেই অভিযুক্ত তাঁকে অপহরণ করেন বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। তরুণীর বয়ান অনুসারে, তিনি বাড়ি ফেরার সময় রাস্তায় তাঁর পাশে এসে দাঁড়ায় একটি গাড়ি। তিনি কিছু বুঝে ওঠার আগেই জোর করে তাঁকে ওই গাড়িতে তোলা হয়। এর পরে তরুণীকে নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় ঘোরে গাড়িটি। ওই সময়ে তাঁকে ধর্ষণ করা হয় এবং শেষে শনিবার ভোরের দিকে তাঁকে রাস্তায় ফেলে দিয়ে অভিযুক্ত গাড়ি নিয়ে পালিয়ে যান।
পরে লোনাভলার স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানান তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে অপহরণ এবং ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তরুণীর বয়ান অনুসারে, গাড়িতে তিন জন ব্যক্তি ছিলেন। তবে পুলিশি তদন্তে এখনও পর্যন্ত এক জন অভিযুক্তই চিহ্নিত হয়েছে। সে ক্ষেত্রে তরুণীর বয়ানও যাচাই করছেন তদন্তকারীরা। চলন্ত গাড়িতে ধর্ষণ হয়ে থাকলে সেই সময় গাড়িতে একজন অভিযুক্তের উপস্থিতি কী ভাবে সম্ভব, তা নিয়েও প্রশ্ন উঠছে। এ অবস্থায় সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারী। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর, ধৃত ৩১ বছর বয়সি অভিযুক্ত এবং ওই তরুণী তাঁর পূর্ব পরিচিত ছিলেন।