Devendra Fadnavis

তারে বেঁধে ভেঙে পড়ল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা দেবেন্দ্র ফডণবীসের

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন মহারাষ্টের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। মাটি ছোঁওয়ার ঠিক আগের মুহূর্তে ভেঙে পড়ে তাঁর তাঁর হেলিকপ্টার। আজ, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ মহারাষ্টের লাতুর জেলার নীলাঙ্গার ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ১৫:০২
Share:

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হেলিকপ্টার। ছবি: সংগৃহীত।

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন মহারাষ্টের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। মাটি ছোঁওয়ার ঠিক আগের মুহূর্তে ভেঙে পড়ে তাঁর তাঁর হেলিকপ্টার। আজ, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ মহারাষ্টের লাতুর জেলার নীলাঙ্গার ঘটনা। ক্র্যাশ ল্যান্ডিংয়ে মহারাষ্টের মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা চেতন পাতিল আহত হয়েছেন। তবে তাঁর আঘাতও তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে। ওই হেলিকপ্টারে দেবেন্দ্র ফডণবীস-সহ মোট ছ’জন ছিলেন, যার মধ্যে চালক এবং সহকারী চালকও রয়েছেন।

Advertisement

আরও পড়ুন...
মনমোহনকে ফের বিঁধতে তৈরি সিবিআই

Advertisement

বিজেপির কৃষক সংগঠনের একটি অনুষ্ঠানে যোগ দিতে নীলাঙ্গায় গিয়েছিলেন ফডণবীস। সেখানেই নামার সময় তারে বেঁধে গিয়ে মুখ থুবড়ে পড়ে মহারাষ্ট সরকারের হেলিকপ্টারটি। দুর্ঘটনায় হেলিকপ্টারটি ভাল মতোই ক্ষতিগ্রস্থ হয়। পরে মহারাষ্টের মুখ্যমন্ত্রী একটি ভিডিওর মাধ্যমে নিজেই জানিয়ে দেন যে, তিনি এবং তাঁর হেলিকপ্টারের সঙ্গীরা সকলেই সুস্থ আছেন। চিন্তার কোনও কারণ নেই।

দেখুন ফডণবীসের বার্তা:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement