ডাক্তারদের হুঁশিয়ারি ফডণবীসের

মহারাষ্ট্রে কর্মবিরতিতে যাওয়া সরকারি ডাক্তারদের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। শুক্রবার চিকিৎসকদের এই আচরণকে ‘উদ্ধত’ এবং ‘অসংবেদনশীল’ বলে বর্ণনা করে তিনি জানান, আজকের মধ্যে কাজে না ফিরলে ডাক্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০৩:২৬
Share:

হাহাকার: চিকিৎসকদের কর্মবিরতির মধ্যেই মারা গিয়েছেন রোগী। কান্নায় ভেঙে পড়েছেন আপনজনেরা। শুক্রবার মুম্বইয়ে। ছবি: পিটিআই।

মহারাষ্ট্রে কর্মবিরতিতে যাওয়া সরকারি ডাক্তারদের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। শুক্রবার চিকিৎসকদের এই আচরণকে ‘উদ্ধত’ এবং ‘অসংবেদনশীল’ বলে বর্ণনা করে তিনি জানান, আজকের মধ্যে কাজে না ফিরলে ডাক্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

জটিলতা কাটানোর জন্য এ দিন মুখ্যমন্ত্রী চিকিৎসক-প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। তার পরেই ফডণবীস বলেন, ‘‘যথেষ্ট হয়েছে। আজকের মধ্যে ডাক্তাররা কাজে যোগ না দিলে সরকারও চুপ করে বসে থাকবে না। আমরা এই ভাবে অসুস্থদের মরার জন্য ছেড়ে দিতে পারি না।’’

এ দিন বম্বে হাইকোর্টও চিকিৎসকদের জানিয়ে দিয়েছে, শনিবার সকালের মধ্যে কাজে না ফিরলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেতনবৃদ্ধি এবং নিরাপত্তার দাবিতে সোমবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন মহারাষ্ট্রের প্রায় চার হাজার চিকিৎসক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement