maharashtra

Devendra Fadnavis: মহারাষ্ট্রে মহা-চমক! মুখ্যমন্ত্রীর কুর্সি দিলেন শিন্ডেকে, মন্ত্রিসভাতেও নেই ফডণবীস

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে। এ কথা ঘোষণা করলেন বিজেপির দেবেন্দ্র ফডণবীস। মন্ত্রিসভাতেও না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ১৭:৩৭
Share:

ফাইল চিত্র।

মহারাষ্ট্রের রাজনীতিতে চমক দিল বিজেপি। মুখ্যমন্ত্রীর কুর্সির দাবি ছেড়ে দিলেন দেবেন্দ্র ফডণবীস। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে। অন্য দিকে, শিবসেনা-বিজেপি সরকারের মন্ত্রিসভাতেও থাকছেন না ফডণবীস।

Advertisement

বৃহস্পতিবার শিন্ডের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ফডণবীস বলেন, ‘‘আমরা (বিজেপি) মুখ্যমন্ত্রীর কুর্সির জন্য কাজ করি না। এটা মতাদর্শের লড়াই। একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন। আমি সরকারে থাকছি না।’’

ফডণবীস আরও বলেছেন, ‘‘মহাবিকাশ আঘাডী সরকার রোজ হিন্দুত্বকে অপমান করেছে। শেষ দিন ওরা অওরঙ্গাবাদের নাম বদলের কথা বলেছে। কিন্তু যখন আপনার কাছে রাজ্যপালের চিঠি থাকে, তখন মন্ত্রিসভার বৈঠক করা ঠিক নয়। এক দিকে, দাউদ ইব্রাহিমের বিরোধিতা করেছে শিবসেনা। অন্য দিকে, মন্ত্রিসভায় এমন এক জনকে জায়গা দিয়েছে, যিনি দাউদকে সাহায্যের অভিযোগে জেলে গিয়েছিলেন। ওরা এমন কারও সঙ্গে জোট করেছিল, যারা সাভারকারকে অপমান করেছে।’’

Advertisement

অন্য দিকে, ফডণবীসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের ভাবী মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘বিজেপির ১২০ জন বিধায়ক রয়েছে। তার পরও মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেননি ফডণবীস। ওঁর কাছে আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী, অমিত শাহের প্রতিও কৃতজ্ঞ।’’

উল্লেখ্য, বুধবার রাতে মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধব ঠাকরের পদত্যাগের পরই মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফডণবীসকে ঘিরে চর্চা শুরু হয়। পাশাপাশি একনাথ উপমুখ্যমন্ত্রী হবেন বলে শোনা যায়। বৃহস্পতিবার যত বেলা গড়িয়েছে, ততই এই জল্পনা জল-হাওয়া পায়। গোয়া থেকে মুম্বই আসার পর ফডণবীসের সঙ্গে দেখা করতে যান শিন্ডে। তার পর সরকার গঠনের দাবি জানাতে রাজভবনে গিয়ে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করেন এই জুটি। তত ক্ষণও মুখ্যমন্ত্রী হিসেবে চর্চায় ছিল ফডণবীসের নাম। তার পর সাংবাদিক বৈঠকে যে ভাবে শিন্ডের নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে চমক দিলেন ফডণবীস, তাতে এই পর্বে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে। অন্য দিকে, মন্ত্রিসভায় ফডণবীসের না থাকার সিদ্ধান্তও উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন