পর্যটক টানতে সাজছে ডিমা হাসাও

ডিমা হাসাও জেলার পর্যটন কেন্দ্রগুলিকে আরও সুন্দর করতে ও পাহাড়ি জেলাকে স্বচ্ছ রাখতে পর্যটন দফতর ‘মিশন ক্লিন’ ও ‘গ্রিন ডিমা হাসাও’ নামে নতুন প্রকল্প হাতে নিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ০২:৩০
Share:

ডিমা হাসাও জেলার পর্যটন কেন্দ্রগুলিকে আরও সুন্দর করতে ও পাহাড়ি জেলাকে স্বচ্ছ রাখতে পর্যটন দফতর ‘মিশন ক্লিন’ ও ‘গ্রিন ডিমা হাসাও’ নামে নতুন প্রকল্প হাতে নিয়েছে।

Advertisement

হাফলং শহরের মুলপংয়ে ওই প্রকল্পের সূচনা করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ রানু লাংথাসা। ডিমা হাসাও জেলায় হাফলং শহরের হ্রদ, জাটিঙ্গা ও হাংরুমের প্রাকৃতিক দৃশ্য, উমরাংশুর পানিমোর জলপ্রপাত, কপিলি হ্রদ, মাইবাংইয়ের এক পাথরের বাড়ি, ডিমাসা রাজবাড়ির মতো পর্যটন কেন্দ্র রয়েছে। এক সময় যোগাযোগ ও ভাল হোটেল না থাকায় পর্যটকদের সমস্যায় পড়তে হতো। কিন্তু এখন পাহাড়ি জেলায় ভাল হোটেল ও লজ তৈরি হয়েছে। ব্রডগেজ রেললাইন ডিমা হাসাও জেলার মধ্যে দিয়ে যাচ্ছে। সে জন্য সেখানে পর্যটনের সম্ভাবনা বেড়ে গিয়েছে। পর্যটকদের ভিড় বাড়ছে পাহাড়ি জেলায়।

সে দিকে তাকিয়ে ডিমা হাসাও জেলায় পর্যটনশিল্পের বিকাশে গুরুত্ব দিচ্ছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ। পাহাড়ি জেলায় পর্যটনশিল্পের বিকাশে সরকারি পর্যটকনিবাস গুলির পরিকাঠামো উন্নয়নের উপর পর্যটন দফতর গুরুত্ব দিচ্ছে। এ কথা জানান দফতরের ট্যুরিস্ট অফিসার নিরমেন্দু কেম্প্রাই।

Advertisement

‘মিশন ক্লিন’ ও ‘গ্রিন ডিমা হাসাও’ প্রকল্পগুলির উদ্বোধনী অনুষ্ঠানে পরিষদের অধ্যক্ষ রানু লাংথাসা, পরিষদের কার্যনির্বাহী সদস্য সেমুয়েল চাংসন ও পরিষদ সদস্য কুলেন্দ্র দাওলাগাপু উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, ‘‘ডিমা হাসাও জেলার পর্যটন শিল্পের দ্রুত বিকাশে উত্তর কাছাড় পার্বত্য পরিষদ চেষ্টা করে যাচ্ছে। পর্যটন শিল্পের বিকাশ হলে বেকার সমস্যা দূর হবে। স্থানীয় বেকার যুবকদের সামনে রোজগারের রাস্তা খুলবে। তা থেকে পার্বত্য পরিষদে রাজস্বও বাড়বে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement