ভোটের মুখে খোদ মুখ্যমন্ত্রী উমেন চান্ডির বিরুদ্ধে যৌন হেনস্থার পুরনো এক অভিযোগ সামনে আসায় অস্বস্তিতে পড়ল কেরলের কংগ্রেস সরকার। সৌরবিদ্যুৎ কেলেঙ্কারিতে অভিযুক্ত সরিতা নায়ার ২০১৩ সালে এক চিঠিতে চান্ডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন থানায়। দাবি ছিল, চান্ডি নিজের বাসভবনে তাঁকে যৌন হেনস্থা করেছেন। রবিবার সরিতা দাবি করেন, ওই চিঠির বক্তব্য সত্য। অভিযোগ অস্বীকার করলেও অস্বস্তিতে চান্ডি।