National News

শরদ যাদব পটনায় ফিরলেই জোট নিয়ে কথা শুরু, জানালেন লালু

বৃহস্পতিবার রাঁচীতে লালু যাদব জানালেন, মহাগঠবন্ধনের বিষয়ে জেডি(ইউ) নেতা শরদ যাদবের সঙ্গে তাঁর কথা হয়েছে। নীতীশের দলের বর্ষীয়ান নেতা দিল্লি থেকে পটনায় ফিরলেই মহাগঠবন্ধন নিয়ে আরও বিশদে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

রাঁচী শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ২৩:৫৭
Share:

ফাইল চিত্র।

বিহারে নতুন করে বিজেপি বিরোধী মহাগঠবন্ধন তৈরির জল্পনা আরও উস্কে দিলেন লালুপ্রসাদ যাদব। উস্কে দিলেন জেডি(ইউ)-তে ভাঙনের জল্পনাও। বৃহস্পতিবার রাঁচীতে লালু যাদব জানালেন, মহাগঠবন্ধনের বিষয়ে জেডি(ইউ) নেতা শরদ যাদবের সঙ্গে তাঁর কথা হয়েছে। নীতীশের দলের বর্ষীয়ান নেতা দিল্লি থেকে পটনায় ফিরলেই মহাগঠবন্ধন নিয়ে আরও বিশদে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন।

Advertisement

আরও পড়ুন:এ বার গোরক্ষকদের হামলা নীতীশের বিহারে, গণপিটুনির শিকার ৩

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় আদালতে হাজিরা দিতে এ দিন রাঁচী গিয়েছিলেন লালুপ্রসাদ। সেখানেই তিনি বলেন, ‘‘শরদজি চিরকাল বিজেপি এবং আরএসএস-এর বিরুদ্ধে লড়েছেন। তিনি গরিব মানুষের পক্ষে এবং সংখ্যালঘুদের পক্ষে। তিনি ৮ অগস্ট পটনা আসছেন। পরবর্তী পদক্ষেপ নিয়ে আমি তাঁর সঙ্গে আলোচনায় বসব।’’

Advertisement

আরও পড়ুন:মন ছুঁয়ে গিয়েছে মোদীর শেষ চিঠি, ১০ দিন পেরিয়ে আপ্লুত টুইট প্রণবের

নীতীশ কুমার মহাজোট ভেঙে বেরিয়ে বিজেপির সঙ্গে হাত মেলানোর পরে শরদ যাদব অসন্তোষ প্রকাশ করেছেন। নীতীশের এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক বলে শরদ মন্তব্য করেছেন। জেডি(ইউ)-তে তিনি আর না-ও থাকতে পারেন, এমন ইঙ্গিতও দিয়েছেন ইতিমধ্যেই। অন্য দিকে, লালুপ্রসাদ যাদবও একাধিক বার শরদ যাদবকে নীতীশের সঙ্গ ত্যাগ করে বিজেপি বিরোধী মহাজোটের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। শরদ পটনায় ফিরলেই সে বিষয়ে বিশদে কথা শুরু হবে বলে লালু এ দিন জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন