Robert Vadra

বেনামি সম্পত্তি মামলা: বয়ান রেকর্ড রবার্টের

তাঁকে আয়কর দফতরে গিয়েই বয়ান দিতে বলা হয়েছিল। কিন্তু কোভিড-বিধির কারণ দেখিয়ে তিনি সময় চান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ০২:২৫
Share:

ফাইল চিত্র।

বেনামি সম্পত্তি মামলায় কর ফাঁকির অভিযোগ নিয়ে সোমবার আয়কর কর্তারা রবার্ট বঢরার বয়ান রেকর্ড করলেন। অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারীর মাধ্যমে ব্রিটেনে বেনামি সম্পত্তি কেনা ও আয়কর ফাঁকির অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে গাঁধী পরিবারের জামাই, প্রিয়ঙ্কা গাঁধী বঢরার স্বামী রবার্টের বিরুদ্ধে। তাঁকে আয়কর দফতরে গিয়েই বয়ান দিতে বলা হয়েছিল। কিন্তু কোভিড-বিধির কারণ দেখিয়ে তিনি সময় চান। এই পরিস্থিতিতে সোমবার বিকেলে পূর্ব দিল্লির সুখদেব বিহারে রবার্টের অফিসে গিয়ে বয়ান রেকর্ড করে আনেন আয়কর দফতরের কর্তারা। বয়ান নেওয়া হয়েছে বেনামি সম্পত্তি লেনদেন আইনে।

Advertisement

সোমবার আয়কর দফতর ‘জ়ি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস’ ও ‘লারসেন অ্যান্ড ট্যুবরো’-র ১৫টি দফতরে তল্লাশি চালায়। আয়কর দফতর সূত্রের বক্তব্য, এই দু’টি সংস্থা কাঁচামালে মেটানো জিএসটি দেখিয়ে যে কর ছাড় নিয়েছে, তার সত্যাসত্য যাচাই করতেই তল্লাশি। জিএসটি দফতরের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তল্লাশি হয়েছে। তদন্তে কর ফাঁকির প্রমাণ মিললে তবেই পদক্ষেপের প্রশ্ন। জ়ি গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছেন, কিছু প্রশ্ন নিয়ে আয়কর দফতরের কর্তারা সংস্থার দফতরে হাজির হয়েছেন। সংশ্লিষ্ট কর্মীরা তাঁদের সমস্ত তথ্য জানাচ্ছেন। সব রকম সহযোগিতা করা হচ্ছে। ‘জ়ি এন্টারটেনমেন্ট’-এর প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্র হরিয়ানা থেকে বিজেপি বিধায়কদের সমর্থনে রাজ্যসভায় নির্দল সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গত বছরের নভেম্বরে তিনি সংস্থার চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান। তবে সংস্থার পরিচালন বোর্ডের নন-এগ্‌জ়িকিউটিভ সদস্য হিসেবে রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন