UP Dalit Assault

‘দলিত হয়ে বিয়েবাড়ি ভাড়া নিয়ে অনুষ্ঠান করিস কোন সাহসে?’ বর-কনের পরিবারকে বেধড়ক মারধর উত্তরপ্রদেশে

দলিত নিগ্রহের অভিযোগে ফের খবরের শিরোনামে উঠে এল উত্তরপ্রদেশ। অভিযোগ, বিয়েবাড়ি ভাড়া নেওয়ার ‘অপরাধে’ একটি দলিত পরিবারকে বেধড়ক মারধর করা হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৪:০৯
Share:

উত্তরপ্রদেশের বিয়েবাড়িতে দলিত নিগ্রহের অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

উত্তরপ্রদেশে ফের হেনস্থার শিকার দলিত পরিবার। অভিযোগ, বিয়ে চলাকালীন বিয়েবাড়িতে হানা দিয়ে বর এবং কনের পরিবারকে বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতী। প্রশ্ন করা হয়, ‘‘দলিত হয়ে বিয়েবাড়ি ভাড়া নিয়ে বিয়ের অনুষ্ঠান করিস কোন সাহসে?’’ লাঠি এবং রড দিয়ে পরিবারের একাধিক সদস্যকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Advertisement

উত্তরপ্রদেশের বালিয়া জেলার রসড়া এলাকার ঘটনা। আক্রান্ত পরিবারটি জানিয়েছে, বিয়ে উপলক্ষে ‘স্বয়ম্বর ম্যারেজ হল’ নামের একটি বাড়ি ভাড়া করা হয়েছিল। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ, বিয়ের অনুষ্ঠান চলাকালীন সেই বাড়িতে আচমকা হানা দেন অন্তত ২০ জন। সকলের হাতে লোহার রড বা লাঠি ছিল। বিয়েবাড়িতে ঢুকেই চিৎকার করতে শুরু করেন তাঁরা। দলিত পরিবারটিকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। চিৎকার করেই এক জন প্রশ্ন করেন, ‘‘দলিত হয়ে তোরা বিয়ের জন্য হল ভাড়া করিস কী ভাবে?’’

অভিযোগ, বর এবং কনের সামনেই তাঁদের পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। দু’জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত পরিবারের এক জন রাঘবেন্দ্র গৌতম। তিনি শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ। এফআইআরে আমন সাহনি, দীপক সাহনি, রাহুল, অখিলেশ প্রমুখ এলাকার কয়েক জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও বাইরে থেকে কয়েক জনকে নিয়ে আসা হয়েছিল বলে অভিযোগ।

Advertisement

রসড়া থানার ইন-চার্জ বিপিন সিংহ জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। দলিত পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং তফসিলি জাতি ও উপজাতি আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement