কাবেরী নিয়ে ফের অচল তামিলনাড়ু

কাবেরীর জলবণ্টনের বিষয় নিয়ে তামিলনাড়ুর রাজনীতি এখন উত্তপ্ত। সুপ্রিম কোর্টের বেধে দেওয়া সময়ের মধ্যে কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গড়ল না কেন কেন্দ্র, সেই প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্যের এডিএমকে সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ০৪:২৯
Share:

চেন্নাইয়ে ডিএমকে-র বিক্ষোভ কর্মসূচি। বৃহস্পতিবার। এএফপি

কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গড়ায় ঢিলেমির প্রতিবাদে ডিএমকে ও অন্য বিরোধী দলগুলির ডাকা বন্‌ধে ব্যাপক সাড়া মিলল তামিলনাড়ুতে।

Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্যের কৃষকদের স্বার্থে কেন্দ্র কেন এই বোর্ড গড়ল না, সেই প্রশ্ন তুলে ডিএমকে ছাড়াও কংগ্রেস, সিপিএম ও সিপিআই এই বন্‌ধে সামিল হয়েছিল। বন্‌ধ সমর্থনকারীরা এ দিন সকাল থেকেই চেন্নাইয়ের পথে নামায় শহরের দোকানপাট, যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ত্রিচূড়, মাদুরাই, সালেম, তাঞ্জাভুরের মতো শহরগুলিতেও বন্‌ধের ব্যাপক সাড়া পড়েছে। বেশ কয়েকটি জায়গায় ট্রেনও আটকানো হয়। স্ট্যালিন-সহ বিরোধী দলের অনেক শীর্ষ নেতাকেই গ্রেফতার করে পুলিশ। স্ট্যালিনকে গ্রেফতারের পরে ডিএমকে-র কর্মী সমর্থকেরা মারমুখী হয়ে ওঠেন। রাস্তায় পুলিশের রেখে দেওয়া ব্যারিকেড উল্টে দেন তাঁরা। গ্রেফতারের পরে একটি বিয়েবাড়িতে আটকে রাখা হয়েছিল স্ট্যালিন-সহ ডিএমকে-র শীর্ষ নেতাদের। সেখানে একটি বিয়ের অনুষ্ঠানেও যোগ দিয়েছেন ডিএমকে নেতা। বর-কনেকে উপহারও দিয়েছেন তিনি!

কাবেরীর জলবণ্টনের বিষয় নিয়ে তামিলনাড়ুর রাজনীতি এখন উত্তপ্ত। সুপ্রিম কোর্টের বেধে দেওয়া সময়ের মধ্যে কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গড়ল না কেন কেন্দ্র, সেই প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্যের এডিএমকে সরকার। তবে স্ট্যালিন কিংবা কমল হাসনের মতো বিরোধী নেতারা কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারকেও নিশানা করছেন। তাঁদের অভিযোগ, তামিলনাড়ুর স্বার্থের কথা দিল্লির সামনে তুলে ধরতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এডিএমকে সরকার। এ মাসের মাঝামাঝি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তামিলনাড়ু সফরের সম্ভাবনা রয়েছে। সেই সময়ে তাঁকে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানানোর কথা আগাম ঘোষণা করেছে ডিএমকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement