Dog

মন্দিরে কীর্তনে গলা মেলাচ্ছে কুকুর, প্রসাদ খেয়ে ফিরছে বাড়ি...ভাইরাল হল ভিডিয়ো

নিয়ম করে প্রতি বৃহস্পতিবার মন্দিরে এসে কীর্তন গেয়ে যাচ্ছে একটি কুকুর। আবার গান শেষে মন্দিরের প্রসাদ খেয়ে বাড়ি ফিরছে। ভিডিয়ো প্রকাশ পেতেই প্রশংসায় ভরে উঠেছে কমেন্ট বক্স।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ১৩:০৬
Share:

মন্দিরে কীর্তন গাইছে কুকুর। ছবি: টুইটার থেকে নেওয়া।

পশু পাখিদের মধ্যে ভগবানের প্রতি ভক্তি আগেও দেখা গিয়েছে। তবে নিয়ম করে কীর্তন গাওয়ার উদাহরণ মনে হয় খুব বেশি দেখা যায়নি। এমনই একটি ভিডিও সামনে এসেছে বৃহস্পতিবার। যেখানে দেখা যাচ্ছে গায়কদের সঙ্গে সুর তুলে কীর্তনে যোগ দিয়েছে একটি কুকুরও।

Advertisement

বৃহস্পতিবার সুষমা দাতে নামে এক ব্যক্তির টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি আপলোড হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মন্দিরের গায়করা কীর্তন গাইছেন। তাঁদের সঙ্গেই সুর মেলাচ্ছে একটি কুকুর। ঘুরে বেড়িয়ে উপস্থিত ভক্তদের সঙ্গে খেলছে, আদর খাচ্ছে। ভিডিয়োর ক্যাপসনে সুষমা দাতে লিখেছেন, কুকুরটি আমার এক বন্ধুর। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় সে মন্দিরে এসে কীর্তনে যোগ দেয়। তারপর প্রসাদ খেয়ে দুলকি চালে বাড়ি ফিরে যায়।

এই ভিডিয়ো প্রকাশ পেতেই সকলে আদর আর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। কেউ কেউ তাঁদেরও এমন অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। একজন তো দাবি করেছেন, এটি মহারাষ্ট্রের কোনও একটি মন্দির। অন্য একজন আবার লিখেছেন, আমি এমন একটি কুকুরের কথা জানি, যে প্রতি রবিবার চার্চের প্রথম বেল বাজার সঙ্গে সঙ্গেই সেখানে হাজির হয়ে যায়। সকালের প্রার্থনা শেষ হওয়া পর্যন্ত সে সেখানে থাকে।

Advertisement

আরও পড়ুন : বাদশা নয়, ইডেন মহারাজেরই, কেন জানেন? দেখুন দিল্লির জয়ের কারণ

আরও পড়ুন : নাম শীতল হলে কী হবে, ইনিই নাকি ভবিষ্যতে অন্যতম হট বলিউড নায়িকা

তবে কীর্তনপ্রেমী এই কুকুরের ভিডিওটি কোথাকার কোন মন্দিরের তা লেখেননি সুষমা দাতে। সেটা নিয়েও নানা জনে নানা মত দিয়েছেন। তবে ভিডিও যে মন্দিরেরই হোক টুইটার-সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন