মুকুলকে নোটিস দোলার

জ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় একটি বিবৃতি দিয়ে দোলার পক্ষ থেকে স্বাধিকার ভঙ্গের নোটিসের বিষয়টি জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জুলাই ২০১৯ ০৪:২৫
Share:

—ফাইল চিত্র।

বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনতে চলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। আজ কলকাতায় মুকুলবাবু মন্তব্য করেন, রাজ্যসভায় ইএসআই কমিটির ভোটাভুটিতে বিজেপির সমর্থন চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বিজেপি-র ভোটেই জিতেছেন দোলা সেন।

Advertisement

এই মন্তব্যের পরে ক্ষোভ তৈরি হয় তৃণমূল শিবিরে। রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় একটি বিবৃতি দিয়ে দোলার পক্ষ থেকে এই স্বাধিকার ভঙ্গের নোটিসের বিষয়টি জানান। তাঁর কথায়, ‘‘মুকুল রায়ের মন্তব্য থেকে স্পষ্ট, তিনি সংসদ এবং সংসদীয় প্রক্রিয়া সম্পর্কে একেবারেই অজ্ঞ। রাজ্যসভা এবং লোকসভা থেকে বিভিন্ন বোর্ডে মনোনয়নের ভোটাভুটি কোনও দলীয় প্রতীকে হয় না। গোপন ব্যালট ব্যবহার করা হয়। এমনকি কোনও দল হুইপও জারি করতে পারে না এই ভোটাভুটির জন্য। ফলে দোলা সেনের জয় সম্পর্কে মুকুল রায়ের এই হাস্যকর মন্তব্য স্বাধিকার ভঙ্গের আওতায় পড়ে। মুকুল রায়কে এই অবাস্তব এবং ত্রুটিপূর্ণ মন্তব্যের জন্য ফল ভুগতে হবে।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন