Slams Pet Dog To Death

লিফটের ভিতরে পোষ্যকে তুলে আছাড়! সিসিটিভি ফুটেজ দেখে পরিচারিকাকে গ্রেফতার করল পুলিশ

গত সেপ্টেম্বর মাসে পুষ্পলতাকে কুকুরের দেখভালের জন্য নিয়োগ করেন তার মালিক। প্রতি মাসে ২৩ হাজার টাকা মাইনে দেওয়া হত ওই মহিলাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ২১:৩৬
Share:

লিফটের ভিতরে পোষ্যকে তুলে আছাড় মারার অভিযোগ। ছবি: সংগৃহীত।

পোষ্যকে বেড়াতে নিয়ে বেরিয়েছিলেন পরিচারিকা। ফেরার সময়ে লিফটের ভিতরে কুকুরটিকে আছাড় মেরে খুন করার অভিযোগ উঠল ওই মহিলার বিরুদ্ধে। লিফটে বসানো সিসি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে। পোষ্যের মালিকের অভিযোগের ভিত্তিতে পরিচারিকা পুষ্পলতাকে গ্রেফতার করেছে পুলিশ। বেঙ্গালুরুর ঘটনা।

Advertisement

গত শুক্রবার উত্তর বেঙ্গালুরুর বাগালুর এলাকায় এই ঘটনা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পোষ্য কুকুরটিকে নিয়ে লিফটে ওঠেন পুষ্পলতা। কুকুরটির গলায় বাধা দড়ি ধরে টান মেরে তাকে মাটিতে আছাড় মারেন তিনি। এর পরে লিফটের দরজা খুলে যায়। তখন ওই কুকুরের দেহ টেনে নিয়ে সেখান থেকে বেরিয়ে যান পুষ্পলতা।

এফআইআর থেকে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসে পুষ্পলতাকে চার বছরের কুকুরের দেখভালের জন্য নিয়োগ করেন তার মালিক। প্রতি মাসে ২৩ হাজার টাকা মাইনে দেওয়া হত ওই মহিলাকে। পোষ্যের মালিক পুলিশকে জানিয়েছেন, কুকুরটির মৃত্যু নিয়ে পুষ্পলতাকে প্রশ্ন করেন তিনি। পুষ্পলতা এই বিষয়ে কিছুই জানাননি। পরে লিফটের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বিষয়টি জানতে পারেন। তার পরেই থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement