Murder

অফিসে আলো বন্ধ করা নিয়ে বচসা! ম্যানেজারের চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে ডাম্বল মেরে খুন করলেন ইঞ্জিনিয়ার

দফতরের কর্মীদের সূত্রে জানা গিয়েছে, ভীমেশের উজ্জ্বল আলো নিয়ে সমস্যা ছিল। তিনি প্রায়ই কাজ হয়ে গেলে বাকি সহকর্মীদের আলো বন্ধ করার কথা বলতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৯:১৭
Share:

(বাঁ দিকে) নিহত ভীমেশ বাবু। অভিযুক্ত সোমালা ভামসি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আলো বন্ধ করাকে কেন্দ্র করে দুই সহকর্মীর মধ্যে গোল বেধেছিল বেঙ্গালুরুর একটি দফতরে। সেই বচসার জেরে ম্যানেজারকে ডাম্বল দিয়ে মেরে খুন করার অভিযোগ উঠল এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ভীমেশ বাবু। ৪১ বছরের ওই ব্যক্তি চিত্রদুর্গের বাসিন্দা।

Advertisement

শনিবার বেঙ্গালুরুর গোবিন্দরাজানগরে একটি দফতরে এই কাণ্ড হয়েছে। ওই দফতরে ভিডিয়ো নিয়ে কাজ করা হয়। দফতরের কর্মীদের সূত্রে জানা গিয়েছে, ভীমেশের উজ্জ্বল আলো নিয়ে সমস্যা ছিল। তিনি প্রায়ই কাজ হয়ে গেলে বাকি সহকর্মীদের আলো বন্ধ করার কথা বলতেন। শনিবার দুপুর ১টা নাগাদ সে রকমই বলেছিলেন সহকর্মী সোমালা ভামসিকে। ২৪ বছরের ওই যুবকের সঙ্গে সেই নিয়ে বচসা শুরু হয় ভীমেশের।

অভিযোগ, বচসার মাঝেই ভীমেশে চোখে লঙ্কা গুঁড়ো ছোড়েন ভামসি। তার পরে ডাম্বেল নিয়ে এসে তাঁর বুকে, মাথায়, মুখে আঘাত করতে থাকেন যুবক। পড়ে যান ভীমেশ। তাতে ভয় পেয়ে সহকর্মীদের কাছে সাহায্য চান ভামসি। ভীমেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে ভামসি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement