Delhi Pollution

‘দীপাবলিতেও বন্ধ ছিল বহু দূষণ পর্যবেক্ষণ কেন্দ্র’! দিল্লিতে বিষবাতাস নিয়ে পদক্ষেপ কী, কেন্দ্রের রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

সোমবার সকালে দিল্লিতে একিউআই ছিল ৩১৬। ২৮টি পর্যবেক্ষণকেন্দ্র জানিয়েছে, বাতাসের সামগ্রিক গুণমান ‘অত্যন্ত খারাপ’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৫:৫৯
Share:

দিল্লিতে সোমবারও বাতাসের গুণমান ‘অত্যন্ত খারাপ’। — ফাইল চিত্র।

দিল্লিতে বাতাসের সামগ্রিক গুণমানের সূচক (একিউআই) সোমবারও ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে রইল। এই অবস্থায় দূষণ সংক্রান্ত মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে। সেখানেই দেশের শীর্ষ আদালতকে মামলাকারীর আইনজীবী জানান, দেশের রাজধানীতে দূষণ পর্যবেক্ষণ কেন্দ্রগুলির মধ্যে বেশ কয়েকটি কার্যকর নয়। এই পরিস্থিতিতে দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণের জন্য কখন জিআরএপি (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান) জারি করা উচিত, তা বোঝা যাবে না। এর পরেই কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড (সিপিসিবি) এবং কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম)-এর কাছে রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণের জন্য কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে চেয়েছে শীর্ষ আদালত।

Advertisement

দিল্লিতে দূষণ ক্রমেই বাড়ছে। এর মধ্যে অভিযোগ উঠেছে, দূষণ পর্যবেক্ষণ করে যে কেন্দ্রগুলি, সেগুলির বেশির ভাগই কার্যকর নয়। সুপ্রিম কোর্টে মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, দীপাবলির সময়ে দিল্লির ৩৭টি দূষণ পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে মাত্র ন’টি চালু ছিল। প্রসঙ্গত, দীপাবলির সময় বাজি পোড়ানোর কারণে দূষণ বাড়ে। সে সময়ই বন্ধ ছিল দিল্লির বেশির ভাগ দূষণ পর্যবেক্ষণ কেন্দ্র। আইনজীবী জানিয়েছেন এ রকম হলে দিল্লিতে বাতাসের সামগ্রিক গুণমান সঠিক ভাবে ধরা যাবে না। কখন জিআরএপি জারি করতে হবে, তা-ও বোঝা যাবে না। এই নিয়ে উদ্দিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানান মামলাকারীর আইনজীবী।

এর পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবই কেন্দ্রীয় সংস্থা সিপিসিবি এবং সিএকিউএমের কাছে রিপোর্ট চেয়েছে। দূষণ যাতে আর না বাড়ে, তার জন্য কী কী পদক্ষেপ করা হবে, সেই নিয়ে রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত।

Advertisement

সোমবার সকালে দিল্লিতে একিউআই ছিল ৩১৬। ২৮টি পর্যবেক্ষণকেন্দ্র জানিয়েছে, বাতাসের সামগ্রিক গুণমান ‘অত্যন্ত খারাপ’। সিপিসিবি-র তথ্য অনুযায়ী, একিউআই যদি ০-৫০ থাকে, তা হলে সেটি ভাল। ৫১-১০০ হলে সন্তোষজনক। ১০১-২০০ হলে মাঝারি। ২০১-৩০০ হলে খারাপ। ৩০১-৪০০ হলে অত্যন্ত খারাপ। ৪০১-৫০০ হলে ভয়ানক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement