Bhopal Encounter

এনকাউন্টার তত্ত্বে বিশ্বাস নেই, এ সবই প্রতিহিংসা: ক্ষোভ প্রকাশ মমতারও

ভোপাল এনকাউন্টার কাণ্ডে কংগ্রেসের সুরেই সুর মেলালেন তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার টুইটারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। জেল পালানো সিমি জঙ্গিদের যে ভাবে মৃত্যু হয়েছে, তা আদৌ এনকাউন্টার কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৬ ১৫:০৫
Share:

—ফাইল চিত্র।

ভোপাল এনকাউন্টার কাণ্ডে কংগ্রেসের সুরেই সুর মেলালেন তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার টুইটারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। জেল পালানো সিমি জঙ্গিদের যে ভাবে মৃত্যু হয়েছে, তা আদৌ এনকাউন্টার কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করছে বিজেপি, ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ দিন টুইটারে লিখেছেন, ‘‘তথাকথিত এনকাউন্টার তত্ত্বের সঙ্গে আমরা একমত নই। মানুষের মনে অনেক প্রশ্ন উঠেছে, যার কোনও উত্তর নেই। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এ সব করা হচ্ছে।’’ মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, যে ধরনের ঘটনা ভোপালে ঘটেছে, তাতে জাতীয় ঐক্য এবং সংহতি নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন।

রবিবার রাতে ভোপালের জেল থেকে পালিয়েছিল ৮ সিমি জঙ্গি। সোমবার সকালে খবর আসে, ভোপালের কাছেই জঙ্গলে ঘেরা আচারপুরা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জঙ্গিদের মৃত্যু হয়েছে। এই খবর আসার পরেই কংগ্রেসের তরফে বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছিল। এনকাউন্টারের তত্ত্ব কতটা সঠিক, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে কংগ্রেসের কেন্দ্রীয় নেতা তথা মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার সাংসদ কমলনাথ ইঙ্গিত দিয়েছিলেন। পর দিন কংগ্রেসের আর এক কেন্দ্রীয় নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। এনকাউন্টারের সত্যতা নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়।

Advertisement

বিভিন্ন জাতীয় ইস্যুতে মুখ খুলতে অভ্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিষয়টি নিয়ে মঙ্গলবার পর্যন্ত নীরবই ছিলেন। বুধবার সকালে তিনি মুখ খুললেন। টুইটারে স্পষ্ট জানালেন, এনকাউন্টারের তত্ত্বে তিনি বিশ্বাস রাখছেন না। রাজনৈতিক স্বার্থেই এই ঘটনা সাজানো হয়েছে বলেও ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: সবক’টি বুলেট কোমরের উপরে, খুব কাছ থেকে গুলি, ভোপাল রহস্যে আরও জট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement