India-US Trade Deal

ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে আরও দর কষাকষির প্রয়োজন, জানাল আমেরিকা, ১ অগস্টের আগে সম্ভব? প্রশ্ন

আগামী ১ অগস্ট থেকে বিভিন্ন দেশের উপর ‘পারস্পরিক’ বা পাল্টা শুল্ক কার্যকর করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বহু দেশ ইতিমধ্যেই আমেরিকার চাপিয়ে দেওয়া চড়া শুল্ক এড়াতে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৬:১৬
Share:

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে আরও দর কষাকষির প্রয়োজন। সোমবার ‘সিএনবিসি’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আমেরিকার বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধি জেমিসন গ্রির। আগামী ১ অগস্ট থেকে বিভিন্ন দেশের উপর ‘পারস্পরিক’ বা পাল্টা শুল্ক কার্যকর করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বহু দেশ ইতিমধ্যেই আমেরিকার চাপিয়ে দেওয়া চড়া শুল্ক এড়াতে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে। তবে এখনও পর্যন্ত ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হয়নি। মার্কিন প্রতিনিধির ওই মন্তব্যের পর তিন দিনের মধ্যে এই চুক্তি আদৌ সম্ভব কি না, তা নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন বিশেষজ্ঞদের একাংশ।

Advertisement

সাক্ষাৎকারে আমেরিকার প্রতিনিধি বলেন, “আমরা ভারতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই। আমাদের সঙ্গে তাঁদের বরাবরই গঠনমূলক আলোচনা হয়েছে।” এর আগে তিনিই জানিয়েছিলেন নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যচুক্তি খুব শীঘ্রই হতে চলেছে। তবে এখন যে পরিস্থিতি একটু বদলে গিয়েছে, তা-ও মেনে নিয়েছেন তিনি। এ ক্ষেত্রে তাঁর ব্যাখ্যা, নিজেদের অভ্যন্তরীণ বাজারকে সুরক্ষিত রাখতে ভারত বহু বছর ধরে যে নীতি নিয়ে চলে, সেই নীতিতে অন্য দেশের জন্য দেশের বাজার খুলে দেওয়া একটা বড় নীতিগত বদল। আমেরিকার প্রতিনিধির কথায়, “তারা (ভারত) তাদের বাজারের একাংশ খুলে দেওয়ার বিষয়ে আগ্রহপ্রকাশ করেছে। আমরা অবশ্যই তাদের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু আমার মনে হয় ভারতের বন্ধুদের সঙ্গে আমাদের আরও আলোচনা প্রয়োজন। তা হলে বোঝা যাবে এই বিষয়ে তারা কতটা উচ্চাকাঙ্ক্ষী।”

গত ২ এপ্রিল অন্যান্য দেশের সঙ্গে ভারতের পণ্যের উপরেও অতিরিক্ত আমদানি শুল্ক (২৬ শতাংশ) বসানোর কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পাশাপাশি রয়েছে অ্যালুমিনিয়াম, ইস্পাত এবং গাড়িতে চড়া কর। এই আবহে আমেরিকার সঙ্গে পাঁচটি পর্যায়ে বৈঠক করেন ভারতের প্রতিনিধিরা। কিন্তু বৈঠকের ফল স্পষ্ট হয়নি। তবে প্রশাসনিক সূত্রের শোনা গিয়েছিল, ১ অগস্টের আগে অন্তর্বর্তী চুক্তি করতে চাইছে দু’পক্ষ। কয়েক মাসের মধ্যে হবে চূড়ান্ত চুক্তি। তবে দুই দেশের মধ্যে এখনই অন্তবর্তী চুক্তি হচ্ছে না বলেই অনুমান করছেন অনেকে।

Advertisement

চলতি বছরের গোড়ায় ট্রাম্প দ্বিতীয় বারের জন্য হোয়াইট হাউসে ঢোকার পর যে দেশগুলি বাণিজ্যচুক্তির বিষয়ে অগ্রসর হয়েছিল, তাদের মধ্যে ভারত অন্যতম। কয়েক দিন আগেই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছিলেন, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির বিষয়ে তিনি আশাবাদী। তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, কৃষি, দুগ্ধক্ষেত্রের মতো বিষয়ে আমেরিকাকে খোলা বাজার ছেড়ে দিতে পারবে না ভারত। তাই অনেক বিষয়ে কথা এগিয়ে গেলেও কিছু কিছু ক্ষেত্র নিয়ে দু’পক্ষের মধ্যে দর কষাকষি চলছে।

সোমবারই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, যে দেশগুলির সঙ্গে আলাদা করে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হবে না, তাদের উপর ১৫-২০ শতাংশ ন্যূনতম শুল্ক চাপাবে আমেরিকা। তবে আমেরিকা যে হেতু ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে, তাই হোয়াইট হাউস নয়াদিল্লির উপর এই শুল্ক চাপাবে না বলেই মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement