(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। — ফাইল চিত্র।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খুশি নন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! মঙ্গলবার এমনই দাবি করলেন ট্রাম্প। তিনি বলেন, “রাশিয়ার তেল কেনার জন্য দিল্লির উপর ওয়াশিংটনের আরোপিত বাড়তি শুল্কের কারণে আমায় নিয়ে খুশি নন প্রধানমন্ত্রী মোদী।”
মঙ্গলবার হাউস রিপাবলিকান মেম্বার রিট্রিট কর্মসূচিতে ট্রাম্প বলেন, “স্যর, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি বলে প্রধানমন্ত্রী মোদী আমার সঙ্গে সাক্ষাৎ করেন। মোদীর সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক।” তবে ট্রাম্পের দাবি, “তেলের উপর শুল্ক আরোপের কারণে বর্তমানে মোদী আমার উপর অখুশি।”
ট্রাম্পের আরও দাবি, অ্যাপাচে হেলিকপ্টারের জন্য পাঁচ বছর ধরে অপেক্ষা করছে ভারত। এ বিষয়ে তিনি বলেন, “আমেরিকার থেকে ভারত ৬৮টি অ্যাপাচে ক্রয় করতে চেয়েছে।”
প্রসঙ্গত, রাশিয়া থেকে অশোধিত তেল কেনার জন্য শাস্তি হিসেবে ভারতের উপরে বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এ দেশের পণ্যের তাদের মোট শুল্ক ৫০ শতাংশ। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসেবেও রুশ তেল আমদানি বন্ধ করার চাপ রয়েছে নয়াদিল্লির উপর। তা ছাড়া রাশিয়ার দুই তেল সংস্থা রসনেফ্ট ও লুকঅয়েলের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ট্রাম্প প্রশাসন।
এই মতো অবস্থায় গত ৫ জানুয়ারি ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানোর ইঙ্গিত দেন ট্রাম্প। তাঁর দাবি, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে নয়াদিল্লি। বিষয়টি নিয়ে তিনি যে ক্ষুব্ধ, তা-ও স্পষ্ট করে দেন ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর ক্ষোভের কারণ জানতেন বলে দাবি করেন ট্রাম্প। এ বার মোদী তাঁর উপর খুশি নন বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। এখনও নয়াদিল্লির পক্ষ থেকে এ প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া মেলেনি।