তামিলনাড়ুর কারুরে সেই সমাবেশে বিজয়। — ফাইল চিত্র।
তামিলনাড়ুর কারুরে পদপিষ্টের ঘটনায় এ বার তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়কে তলব করল সিবিআই। আগামী সোমবার, ১২ জানুয়ারি তদন্তকারীদের সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ২৭ সেপ্টেম্বর করুরে বিজয়ের দল টিভিকে-র সমাবেশে জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার সমর্থক। সেখানেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। তাতে ৪১ জন নিহত এবং কমপক্ষে ৬০ জন আহত হন। তামিলনাড়ু পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই-এর হাতে। তদন্তে উঠে আসে গাফিলতির বিষয়টি। নিরাপত্তা নির্দেশিকা লঙ্ঘন, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা না-করার মতো বিষয়গুলিও নজরে আসে সিবিআইয়ের।
ওই সমাবেশে বিজয়ের যাওয়ার কথা ছিল বেলা ১২টা নাগাদ। কিন্তু তিনি সমাবেশে পৌঁছোন সাত ঘণ্টা পরে। তাঁর সমাবেশে তিল ধারণের জায়গা ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে ভিড় ক্রমশ বাড়তে থাকে। মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েন। তবে বিজয়কে এক ঝলক দেখার আশায় ভিড় ছত্রভঙ্গ হয়নি। সন্ধ্যা ৭টা নাগাদ তাঁর বাস যখন ভিড়ের মধ্যে দিয়ে এগোয় তখন জনতা বাঁধনছাড়া উল্লাসে মেতে ওঠে। হুড়োহুড়ি পড়ে যায় সকলের মধ্যে তখনই বিপত্তি ঘটে। কারুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল তামিলভূমের রাজনীতি। উঠেছে টিভিকে এবং বিজয়ের ভূমিকা নিয়ে প্রশ্নও।
পুলিশ টিভি-কের পশ্চিম জেলার সম্পাদক মাথিয়াঝাগানকে গ্রেফতার করে। তাঁকেই এই অব্যবস্থার জন্য কাঠগড়ায় তোলা হয়। তবে বর্তমানে তিনি জামিনে মুক্তি পান।