Parliament Security Breach

‘মারবেন না, আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি’! সাংসদরা ধরে ফেলতেই দুই হানাদারের কাতর আর্জি

সাংসদ বেনিওয়াল বলেন, “হানাদার দুই যুবক যে রং বোমা ব্যবহার করেছেন, তাতে বেশ কয়েক জন সাংসদ অসুস্থ হয়ে পড়েন। দুই যুবক স্পিকারের কাছে যাওয়ার চেষ্টা করতেই আমরা তাঁদের ধরে ফেলি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ১৭:১২
Share:

দুই হানাদারকে ধরে ফেলেছেন সাংসদরা। ছবি: সংগৃহীত।

সংসদে হানা দেওয়া দুই যুবকের মধ্যে এক জনকে প্রথমেই ধরে ফেলেছিলেন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) সাংসদ হনুমান বেনিওয়াল। লোকসভার অধিবেশন চলাকালীন দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দেন দুই যুবক। তাঁদের মধ্যে প্রথম যে যুবককে সাংসদ বেনিওয়াল ধরে ফেলেছিলেন, তিনি সাগর শর্মা। তাঁর হাতে ধরা পড়তেই বাকি সাংসদরা এগিয়ে আসেন, বেশ কয়েক ঘা বসিয়েও দেন সাগরকে।

Advertisement

টাইমস অফ ইন্ডিয়া-কে বেনিওয়াল বলেন, “যে সময় এই ঘটনাটি ঘটে, সেই সময় কক্ষে প্রায় ১৫০ জন সাংসদ ছিলেন। যখন আমরা দুই যুবককে ধরে ফেলি তখন ওঁরা কাকুতি মিনতি করতে থাকেন, আমাদের মারবেন না। আমরা শুধুমাত্র প্রতিবাদ করতে এসেছি।” বেনিওয়াল আরও জানিয়েছেন, দুই যুবক যখন তাঁদের বলছিলেন, তাঁরা শুধু প্রতিবাদ করতে এসেছেন, তখন তাঁদের জিজ্ঞাসা করা হয়, কিসের প্রতিবাদ? তার কোনও স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি ওই দুই যুবক। তার পরই দুই যুবককে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।

বেনিওয়াল বলেন, “হানাদার দুই যুবক যে রং বোমা ব্যবহার করেছেন, তাতে বেশ কয়েক জন সাংসদ অসুস্থ হয়ে পড়েন। দুই যুবক স্পিকারের কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। তার আগেই আমরা তাঁদের ধরে ফেলি।’’ আর এক সাংসদ কংগ্রেসের গুরজিৎ সিংহ অওজলার বাহাদুরিও প্রশংসিত হচ্ছে সাংসদমহলে। তিনি হানাদার এক যুবকের হাত থেকে রং বোমা কেড়ে ছুড়ে ফেলেন। বুধবার সংসদে হানা দেওয়ার অভিযোগ ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন