National News

‘অপপ্রচারে কান দেবেন না, আমরা পারবই’

নোট বাতিলের পর দেশবাসী একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে মাত্র ৫০ দিন এই কষ্ট সহ্য করতে হবে। কারণ ৭০ বছরের পুরনো রোগ সারাতে একটু সময় লাগবে। তার জন্য দেশবাসীর সমর্থন প্রয়োজন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ১৫:১৭
Share:

ফাইল চিত্র।

নোট বাতিলের পর দেশবাসী একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে মাত্র ৫০ দিন এই কষ্ট সহ্য করতে হবে। কারণ ৭০ বছরের পুরনো রোগ সারাতে একটু সময় লাগবে। তার জন্য দেশবাসীর সমর্থন প্রয়োজন। রবিবার ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বলেন। মোদী এটাও জানান এই কঠিন সময়ে দেশবাসী যে ভাবে তাঁকে সমর্থন করছে তাতে তিনি গর্বিত।

Advertisement

পাশাপাশি দেশবাসীর উদ্দেশে তিনি বার্তা দেন, অনেকেই নোট বাতিলের এই সিদ্ধান্ত নিয়ে জনমানসে একটা সংশয় তৈরি করার চক্রান্ত করছে। সেই ফাঁদে যাতে কেউ পা না দেন সে কথাও বলেন মোদী।

দেশের এই কঠিন সময়ে মানুষ কী ভাবে পরস্পরের পাশে দাঁড়িয়েছে সেই উদাহরণও দেন মোদী। তিনি বলেন, “খান্ডোয়াতে এক বৃদ্ধের দুর্ঘটনার খবর পেয়েই ব্যাঙ্ক কর্মীরা তাঁর বাড়িতে গিয়ে টাকা পৌঁছে গিয়ে আসেন।” পাশাপাশি, গুজরাতের একটি বিয়ের প্রসঙ্গও তুলে ধরেন এ দিন।

Advertisement

এখনও অনেকে নিজেদের কালো টাকা সরানোর চেষ্টা করছে। মোদীর হুঁশিয়ারি, যাঁরা ভাবছেন জন ধন যোজনা অ্যাকাউন্টে নিজেদের কালো টাকা ফেলে বেঁচে যাবেন, সেটা হতে দেওয়া হবে না। সরকার নজর রাখছে কারা এই কাজ করছে।

তাঁর স্পষ্ট বক্তব্য, দেশের কৃষক, শ্রমিক ও গরিব মানুষকে কোনও ভাবেই বঞ্চিত হতে দেবেন না। দেশবাসীর কাছে তাঁর আবেদন, দেশকে দুর্নীতি ও কালোটাকা থেকে মুক্তি দিতে আপনাদের সমর্থন প্রয়োজন।

আরও খবর...

সীমান্তে গুলি চালানো বন্ধ করতে ভারতের কাছে আর্জি পাকিস্তানের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন