Addict Son Kills Mother

মাদকাসক্ত ছেলেকে ২০ টাকা দিতে রাজি হননি! গুরুগ্রামে রাগের মাথায় মাকে কুপিয়ে খুন যুবকের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম রাজিয়া (৫৬)। হরিয়ানার নুহ জেলার জয়সিংহপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। অভিযুক্ত তাঁরই ছেলে জামশেদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ২২:৫১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মায়ের কাছে ২০ টাকা চেয়েছিলেন মাদকাসক্ত ছেলে। টাকা দিতে রাজি হননি মা। শেষমেশ মাত্র ২০ টাকার জন্যই প্রাণ দিতে হল তাঁকে! রাগের মাথায় কুড়ুল দিয়ে কুপিয়ে মাকে খুন করলেন যুবক। শনিবার হরিয়ানার গুরুগ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম রাজিয়া (৫৬)। হরিয়ানার নুহ জেলার জয়সিংহপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। অভিযুক্ত তাঁরই ছেলে জামশেদ। মাত্র ২০ টাকা দিতে না চাওয়ায় মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেন ওই যুবক। শুধু তা-ই নয়, মাকে খুনের পর ও ভাবেই তাঁর দেহ ফেলে রেখে সারা রাত একই ঘরে ঘুমিয়েছিলেন জামশেদ। রবিবার অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, এলাকায় মাদকাসক্ত বলে দুর্নাম রয়েছে জামশেদের। দীর্ঘ দিন ধরে গাঁজা, আফিম ইত্যাদি নানা নেশায় ডুবে থাকতেন তিনি। তার মধ্যে আবার মাত্র চার মাস আগে মারা যান রাজিয়ার স্বামী মোবারক। তার পর থেকে জামশেদের মাদকাসক্তি আরও বেড়ে যায়। শনিবার রাতে মায়ের কাছ থেকে ২০ টাকা চান জামশেদ। কিন্তু মা টাকা দেননি। তাতেই রাগের মাথায় কুড়ুল নিয়ে মায়ের উপর চড়াও হন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ার। পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন, ঘটনায় এফআইআর নথিভুক্ত করে তদন্তে নেমেছে পুলিশ। ময়নাতদন্তের পর প্রৌঢ়ার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement