— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীকে খুন করতে ছুটে গিয়েছিলেন মত্ত যুবক! তাঁর হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ বাবা-মায়ের। চলতি সপ্তাহে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত এখনও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম ভেঙ্গইয়া। নেল্লোরের উদয়গিরি এলাকার বাসিন্দা ভেঙ্গইয়া মদ্যপ ছিলেন। প্রায়ই তিনি মদ খেয়ে স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন পরিবার-সহ শ্বশুরবাড়়িতে গিয়েছিলেন ওই যুবক। ঘটনার সময়েও মত্ত অবস্থায় ছিলেন তিনি। আচমকা তিনি ধারালো ছুরি নিয়ে স্ত্রী অঙ্কম্মার উপর চড়াও হন। মেয়েকে বাঁচাতে ছুটে আসেন বাবা-মা। তখনই ভেঙ্গইয়া ছুরি নিয়ে তাঁদের আক্রমণ করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রমণে অভিযুক্তের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উদয়গিরি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে হামলার পরেই এলাকা ছেড়ে চম্পট দিয়েছেন অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।