Uttar Pradesh

একশো বছরের বৃদ্ধাকে ধর্ষণ মদ্যপ যুবকের, মৃত্যু

যৌন অত্যাচারের জেরে মারা গিয়েছেন ওই বৃদ্ধা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ১৯:০৬
Share:

প্রতীকী ছবি।

রেহাই পেলেন না একশো বছরের বৃদ্ধাও! এ বার একশো বছর বয়স্ক বৃদ্ধাকে ধর্ষণ করল এক মদ্যপ যুবক। যৌন অত্যাচারের জেরে মারা গিয়েছেন ওই বৃদ্ধা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠের জানি গ্রামে।

Advertisement

আরও পড়ুন: গণধর্ষণ, লোকলজ্জায় চুপ পরিবার, রক্তক্ষরণে মৃত্যু নাবালিকার

ভাইয়ের সঙ্গে থাকতেন ওই বৃদ্ধা। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার কান্নার আওয়াজ শুনে ছুটে আসেন তাঁর ভাই। পালানোর চেষ্টা করলে অভিযুক্ত যুবক অঙ্কিত পুনিয়াকে ধরে ফেলেন গ্রামবাসীরা। তাঁরাই জানিয়েছেন, সেই সময় মদ্যপ ছিল ওই যুবক। পরে তাঁরা পুলিশের হাতে তুলে দেন তাকে। যদিও পুলিশি জেরায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছে অভিযুক্ত। যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধর্ষণের পরে বৃদ্ধা মারা গিয়েছেন। তাই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারাই প্রয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement