National news

শয়ে শয়ে মানুষের ভারে হুড়মুড় করে ভেঙে পড়ল ছাদ, দেখুন ভিডিয়ো

ট্রাক্টরের রেস দেখতে হাজার হাজার মানুষের জমায়েত হয় আনাজ মান্ডিতে। এ বারেও ভিড় জমিয়েছিলেন হাজার পাঁচেক মানুষ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ১১:১০
Share:

ভিড়ের ভারে ভেঙে পড়ছে চিনের ছাদ।

ট্রাক্টরের রেস দেখতে গিয়ে ছাদ ভেঙে জখম হলেন ৩০ জন। এঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা ১৭ জনের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের শ্রী গঙ্গানগরে।

Advertisement

প্রতি বছরই গঙ্গানগরের আনাজ মান্ডিতে ট্রাক্টর প্রতিযোগিতার আয়োজন করা হয়। ট্রাক্টরের রেস দেখতে হাজার হাজার মানুষের জমায়েত হয় আনাজ মান্ডিতে। এ বারেও ভিড় জমিয়েছিলেন হাজার পাঁচেক মানুষ।

রেস তখন সবে শুরু হয়েছে। প্রচণ্ড ভিড়ে পিছনের সারিতে থাকা অনেকেই রেস দেখতে পাচ্ছিলেন না। তাই পাশের একটি টিনের ছাদে উঠতে শুরু করেন তাঁরা। শয়ে শয়ে মানুষ ওই টিনের ছাদে ওঠেন। এত মানুষের ওজন রাখতে না পেরে হুড়মুড় করে ভেঙে পড়ে টিনের ছাদ। এক প্রত্যক্ষদর্শীর মোবাইলে ছাদ ভেঙে পড়ার সেই ভিডিয়ো ধরাও পড়েছে।

Advertisement

দেখুন ভিডিও:

পুলিশ জানিয়েছে, ছাদে চাপা পড়ে প্রায় ১৭ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা চলছে। আয়োজক সংস্থাও স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনও অনুমতি নেয়নি বলে পুলিশ জানিয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: ‘আচ্ছা, ও তো আর নেই! আমি কেন বেঁচে গেলাম?’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন