Gujrat

গুজরাতে ভূমিকম্প, কেঁপে উঠল রাজকোট-সহ বিস্তীর্ণ এলাকা

রাজকোট ছাড়াও কেঁপে ওঠে কচ্ছ, সৌরাষ্ট্র এবং আমদাবাদও।

Advertisement

সংবাদ সংস্থা

আমদাবাদ শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ২১:২৩
Share:

প্রতীকী ছবি

গত মে মাসেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল গুজরাত। জুনাগড়-সহ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয় সেবার। রবিবার ফের ভূমিকম্প হল গুজরাতে। এ বার কেঁপে উঠল গুজরাতের রাজকোট-সহ বিস্তীর্ণ এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানাচ্ছে, এ বারের ভূমিকম্পের উপকেন্দ্র ছিল রাজকোট থেকে ১২২ কিমি উত্তর ও উত্তর-পশ্চিমে কছ এলাকায়। রিখটর স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়ে ৫.৮। ভূমিকম্পের জেরে কোনও ব্যক্তির আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Advertisement

এনসিএস সূত্রে জানা গিয়েছে, এ দিন রবিবার রাত ৮টা বেজে ১৩ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। কেঁপে ওঠে পায়ের তলার মাটি। উপকেন্দ্র রাজকোট ছাড়াও কম্পন অনুভূত হয় কচ্ছ, সৌরাষ্ট্র এবং আমদাবাদেও। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল ছিল বলে চিহ্নিত করেছে এনসিএস। ঘটনার জেরে বিরাট এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে একাধিকবার ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছে গুজরাত। ১৯১৮-য় ভূমিকম্প হয়েছিল এই কচ্ছেরই রণে। ১৯৫৬ সালে অঞ্জর এলাকায় ভূমিকম্প হয়। তবে সবচেয়ে ভয়াবহ কম্পন হয়েছিল ২০০১-এর ২৬ জানুয়ারি। রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯।

Advertisement

আরও পড়ুন: তারা দেখা ছিল নেশা, মেধাবী ছাত্র, ইঞ্জিনিয়ারিং ছাড়েন অভিনয়ের টানে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন