Earthquake In Delhi

আবার কাঁপল দিল্লি, এক সপ্তাহে তৃতীয় বার, কম্পনের মাত্রা এ বার কম

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর জেলার ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কোনও হতাহতের খবর মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ১৬:৪১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার ভূমিকম্প দিল্লিতে। একই সপ্তাহে তৃতীয় বার। শনিবার দুপুরে দিল্লিতে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ২.৬। দুপুর ৩টে ৩৬ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়।

Advertisement

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর দিল্লির ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কোনও হতাহতের খবর মেলেনি। ভূমিকম্পের প্রভাবে কিছু ভেঙে পড়েনি বলেই খবর।

এক দিন আগেই দিল্লি, এনসিআর এবং উত্তর ভারতের বেশ কিছু অংশে ভূমিকম্প হয়েছে। কম্পনের মাত্রা ছিল ৫.৬। পশ্চিম নেপালে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর ভূমিকম্প অঞ্চলের মানটিত্রে জোন ৪-এ রয়েছে দিল্লি এবং এনসিআর। এই অঞ্চলকে ভূমিকম্পপ্রবণ বলে ধরা হয়। এখানে মাঝারি থেকে উচ্চ কম্পনযুক্ত ভূমিকম্প হওয়ার প্রবণতা রয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন