Karnataka MLA Arrested

অবৈধ বেটিং কাণ্ডে সিকিম থেকে কর্নাটকের কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করল ইডি, বাজেয়াপ্ত বিপুল গয়না, নগদ

ইডির তরফে জানানো হয়েছে, শুক্রবার ওই বিধায়কের সঙ্গে সম্পর্কিত নানা এলাকায় তল্লাশি চালিয়ে ১২ কোটি টাকা নগদ (যার অধিকাংশই ছিল বিদেশি মুদ্রায়), ৬ কোটি টাকার সোনার গয়না, ১০ কেজি রুপোর গয়না এবং চারটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৬:৫২
Share:

(বাঁ দিকে) ইডির তল্লাশি অভিযান উদ্ধার হওয়া টাকা। কর্নাটকের চিত্রদুর্গ জেলার ওই কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্র (ডান দিকে)। —ফাইল চিত্র।

অনলাইন এবং অফলাইনে অবৈধ ভাবে বেটিং বা গড়াপেটা চালানোর অভিযোগে কর্নাটকের কংগ্রেস বিধায়ককে সিকিম থেকে গ্রেফতার করল ইডি। কর্নাটকের চিত্রদুর্গ জেলার ওই কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্রকে অর্থ তছরুপ প্রতিরোধ আইনে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবারই গ্যাংটকের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানো হয় তাঁকে। ট্রানজ়িট রিমান্ডে তাঁকে কর্নাটকে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছে ইডি।

Advertisement

ওই বিধায়কের গ্রেফতারির খবর শনিবারই প্রকাশ্যে আনে ইডি। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, শুক্রবার ওই বিধায়কের সঙ্গে সম্পর্কিত নানা এলাকায় তল্লাশি চালিয়ে ১২ কোটি টাকা নগদ (যার অধিকাংশই ছিল বিদেশি মুদ্রায়), ৬ কোটি টাকার সোনার গয়না, ১০ কেজি রুপোর গয়না এবং চারটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়। তবে কোন জায়গা থেকে কী কী বাজেয়াপ্ত করা হয়েছে, তা প্রকাশ্যে আনেনি ইডি।

ইডি সূত্রে খবর, বছর পঞ্চাশের ওই বিধায়কের সঙ্গীরা অনলাইন গেমিংয়ের মাধ্যমে টাকা তুলতেন। গোটা কাজটি করা হত দুবাই থেকে। তা ছাড়া বিধায়ক ওই টাকায় বহু জায়গাজমি কিনেছেন বলেও খবর ছিল তদন্তকারীদের কাছে। সিকিমের একটি ক্যাসিনো ভাড়া নেবেন বলে ব্যবসায়িক সঙ্গীদের নিয়ে গ্যাংটক গিয়েছিলেন বীরেন্দ্র। গোপন সূত্রে সেই খবর পেয়ে সেখান থেকে তাঁকে গ্রেফতার করেন ইডির আধিকারিকেরা। বিধায়কের ভাই কেসি নাগরাজ এবং পুত্র পৃথ্বী এন রাজের বাড়ি থেকেও জমিজমা সংক্রান্ত বহু নথি উদ্ধার করেছে পুলিশ। অর্থ তছরুপের এই মামলাটির তদন্ত করছে ইডির বেঙ্গালুরু জ়োন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement