নিশানায় কংগ্রেস নেতা শিবকুমার, মামলা দায়ের ইডি-র

শিবকুমারকেই আর্থিক কেলেঙ্কারির জালে বেঁধে ফেলতে তৎপর হয়েছে আয়কর দফতর ও ইডি। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে শিবকুমার ও তাঁর ঘনিষ্ঠ কয়েক জনের বিরুদ্ধে এ বার মামলা দায়ের করেছে ইডি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৩৪
Share:

ডি কে শিবকুমার।

গত বছরে গুজরাতের রাজ্যসভা ভোট। দলের প্রার্থী আহমেদ পটেলকে জেতাতে কংগ্রেসের সম্মানের লড়াই। আমদাবাদ থেকে দলের ৪২ জন বিধায়ক পৌঁছে গেলেন বেঙ্গালুরুর একটি রিসর্টে। ব্যবস্থাপনায় কর্নাটক কংগ্রেসের এক নেতা। বছর ঘুরতেই বিধানসভা ভোট কর্নাটকে। বিজেপি সরকার গড়েও টিকিয়ে রাখতে পারল না। কংগ্রেস বিধায়কদের আগলে রেখে কুমারস্বামীর সঙ্গে আলোচনা। জোট সরকার গড়ল কংগ্রেস। নেপথ্যে তিনি— কর্নাটক কংগ্রেসের নেতা ডি কে শিবকুমার।

Advertisement

সেই শিবকুমারকেই আর্থিক কেলেঙ্কারির জালে বেঁধে ফেলতে তৎপর হয়েছে আয়কর দফতর ও ইডি। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে শিবকুমার ও তাঁর ঘনিষ্ঠ কয়েক জনের বিরুদ্ধে এ বার মামলা দায়ের করেছে ইডি। আয়কর দফতরের দাবি, শিবকুমার ও তাঁর সহযোগী এস কে শর্মা বিপুল অঙ্কের হিসেব বহির্ভূত টাকা হাওয়ালার মাধ্যমে পাচার করেছেন। শিবকুমার ও তাঁর চার সহযোগী কর ফাঁকি দেওয়ার ষড়যন্ত্রও করেছেন। তদন্তকারীদের অভিযোগ, অগস্টে দিল্লি ও বেঙ্গালুরুতে তল্লাশি চালিয়ে হিসেব বহির্ভূত ২০ কোটি টাকার খোঁজ মিলেছিল। এই টাকার সঙ্গে শিবকুমারের যোগ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement