Anil Ambani

আরও বিপাকে অনিল অম্বানী, ১৪০০ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অনিলের সংস্থার। উল্লেখ্য, ব্যাঙ্ক প্রতারণা মামলায় গত ১৮ নভেম্বর রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধারকে নোটিস পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ০০:১৫
Share:

অনিল অম্বানী। —ফাইল চিত্র।

এ বার আরও বিপাকে রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান অনিল অম্বানী। নতুন করে তাঁর ১৪০০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)।

Advertisement

পিটিআই জানিয়েছে , এর আগে আর্থিক তছরুপ মামলার তদন্তে নেমে ধীরু ভাই অম্বানীর ছোটো পুত্রের ৭ হাজার ৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। নতুন করে আবারও সম্পত্তি বাজেয়াপ্ত করার পরে কেন্দ্রীয় সংস্থা দ্বারা মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়াল প্রায় ৯ হাজার কোটি।

তবে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অনিলের সংস্থার। উল্লেখ্য, ব্যাঙ্ক প্রতারণা মামলায় গত ১৮ নভেম্বর রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধারকে নোটিস পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নোটিস পাঠিয়ে জবাব তলব করা হয়েছিল ইডি, সিবিআই ও কেন্দ্রীয় সরকারকেও। তার পরেই দেখা গেল ইডির ‘নয়া’ পদক্ষেপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement