Higher education opprtunities in Europe

ইউরোপে উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে ভারতীয়দের

পাশাপাশি তিনি জানিয়েছেন, আমেরিকা এই মুহূর্তে ভারতীয় পড়ুয়াদের প্রথম পছন্দ হলেও, দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিই। তাঁর দাবি, ২০১৫-১৬ সালে ইইউয়ের বিভিন্ন দেশে মোট ৪৫,০০০ জন পড়ুয়া উচ্চশিক্ষার জন্য গিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৭ ১৮:৫৩
Share:

প্রতীকী ছবি।

বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান! বা পাঠাতে চান নিজের সন্তানকে! বিশেষ করে ফ্রান্স, জার্মানির মতো ইউরোপের কোনও দেশে। কিন্তু, সুযোগ কম বলে মনে হচ্ছে?

Advertisement

তাঁদের জন্য সুখবর শোনালেন ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত আলেকজান্ডার জেগলার। তিনি জানিয়েছেন, ২০২০ সালের মধ্যে যাতে দশ হাজার ভারতীয় সে দেশে পড়ার সুযোগ পান, সে লক্ষ্যেই এগোচ্ছেন তাঁরা। তাঁর দাবি, শুধু ফ্রান্স নয়, জার্মানি, পোল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ার মতো দেশেও সুযোগ বাড়়ছে ভারতীয় পড়়ুয়াদের।

আরও পড়ুন: নাবালিকা মেয়েকে পুলিশের যৌন নিগ্রহ, মানসিক ধাক্কায় বাবার মৃত্যু

Advertisement

‘দ্য ইকনোমিক টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেছেন, ‘‘গত বছরের তুলনায় এ বছর ফ্রান্সে পড়ার জন্য ভারতীয় পড়ুয়াদের সুযোগ বেড়েছে।’’ গত ছ’মাসে সংখ্যাটা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও দাবি জেগলারের।

পাশাপাশি তিনি জানিয়েছেন, আমেরিকা এই মুহূর্তে ভারতীয় পড়ুয়াদের প্রথম পছন্দ হলেও, দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিই। তাঁর দাবি, ২০১৫-১৬ সালে ইইউয়ের বিভিন্ন দেশে মোট ৪৫,০০০ জন পড়ুয়া উচ্চশিক্ষার জন্য গিয়েছেন। ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে গেলেও তার কোনও প্রভাব পড়ছে না বলেই জানিয়েছেন রাষ্ট্রদূত। এ প্রসঙ্গে জার্মানির উদাহরণ তুলে ধরেছেন তিনি। বলেছেন, ‘‘২০১৫-১৬ সালে জার্মানিতে পড়ার জন্য ১৪ হাজার পড়ুয়া নাম লিখিয়ে ছিলেন। সেখানে এ বছর সংখ্যাটা ১৫-২০ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।’’

আরও পড়ুন: বেঙ্গালুরুর বিজ্ঞানীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ৪ গবেষক ছাত্রীর

ফ্রান্সের মতো বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য গেলে কী কী সুবিধা পান পড়ুয়ারা? সে প্রশ্নের উত্তরে জেগলারের দাবি, বিভিন্ন ক্ষেত্রে আধুনিক শিক্ষা লাভ ছাড়াও পড়ুয়ারা দুটি বিশেষ সুবিধা পান। প্রথমত, খুব সহজেই পাওয়া যায় ভিসা। আর উচ্চশিক্ষার সঙ্গে সঙ্গে পার্ট টাইম কাজ করা সুযোগ পাওয়া যায়। এক একজন প়ড়ুয়া সপ্তাহে প্রায় কুড়ি ঘণ্টা কাজের সুযোগ পান বলেও দাবি রাষ্ট্রদূতের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন