National news

শিক্ষাক্ষেত্রে রাজনীতি করলে বহিষ্কারের নির্দেশ আদালতের

কেরলের পোন্নানির এমইএস কলেজের অধ্যক্ষ কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক কার্যকলাপের জন্য দেবাশিস কুমার বেহরা নামে এক ছাত্রের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭ ১০:৫৫
Share:

প্রতীকী ছবি।

শিক্ষাক্ষেত্র রাজনীতির জায়গা নয়। শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক কার্যকলাপ করতে দেখা গেলে কোনও পড়ুয়াকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে। এক কলেজ অধ্যক্ষের দায়ের করা মামলায় প্রেক্ষিতে শুক্রবার এই রায় দেয় কেরল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Advertisement

কেরলের পোন্নানির এমইএস কলেজের অধ্যক্ষ কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক কার্যকলাপের জন্য দেবাশিস কুমার বেহরা নামে এক ছাত্রের বিরুদ্ধে আদালতে মামলা করেন। দেবাশিস কুমার ওই কলেজের ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-এর সম্পাদক।

আরও পড়ুন: প্রণবই যোগ্যতর প্রধানমন্ত্রী হতেন, বললেন মনমোহন

Advertisement

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কেরল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওই রায়ে জানায়, রাজনৈতিক কার্যকলাপ অর্থাৎ ধরনা, অনশন এবং সত্যাগ্রহের মতো আন্দোলনের সংবিধানে কোনও জায়গা নেই। শিক্ষাক্ষেত্রও এর বাইরে নয়। শিক্ষাক্ষেত্রে এই সমস্ত কাজের সঙ্গে যু্ক্ত থাকলে সেই পড়ুয়াকে কর্তৃপক্ষ বহিষ্কার করতে পারেন। কারণ সকলেরই মনে রাখা দরকার, শিক্ষাক্ষেত্র জ্ঞান অর্জনের স্থান, রাজনীতির নয়। রাজনীতিকদেরও সতর্ক করে ডিভিশন বেঞ্চ জানায়, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা রাজনীতিকে শিক্ষাক্ষেত্রে এনে শিক্ষার অধিকার থেকে পড়ুয়াদের বঞ্চিত করতে পারেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন