Murder Case

বন্ধ ঘরে পড়ে বৃদ্ধ দম্পতির নিথর দেহ, শরীরে ছুরির ক্ষত! উধাও সোনার গয়না

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই বাড়ির আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেই ফু়টেজ থেকে অভিযুক্তদের শনাক্ত করা চেষ্টা চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ২০:৪৯
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বন্ধ ঘর থেকে এক বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার করল পুলিশ। দু’জনের শরীরেই ছুরির আঘাতের চিহ্ন! পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা ওই দম্পতিকে খুন করেছেন। খুনের নেপথ্যে কারণ হিসাবে ডাকাতির ছকই দেখতে পাচ্ছেন তদন্তকারীরা। কারণ ওই দম্পতির ঘর থেকে উধাও ১০টি সোনার গহনা! ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ইরোড জেলায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নিহতেরা হলেন রামস্বামী (৭৫) এবং তাঁর স্ত্রী ভাকিয়াম্যাল (৬৫)। বাড়িতে শুধু তাঁরাই থাকতেন। তাঁদের সন্তানেরা কর্মসূত্রে অন্যত্র থাকতেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নজরে আসে। দম্পতির পুত্র বার বার বাবা-মাকে ফোন করেন। কিন্তু কেউই ফোন ধরেন না। তাতেই সন্দেহ হয় তাঁর। তিনি তখন প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে বন্ধ ঘরের দরজা ভেঙে দু’জনের দেহ উদ্ধার করেছে পুলিশ।

ইরোডের পুলিশ সুপার সুজাতা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই বাড়ির আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেই ফুটেজ থেকে অভিযুক্তদের শনাক্ত করা চেষ্টা চলছে।

Advertisement

বৃদ্ধ দম্পতি খুনের ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের বিরোধী দল এডিএমকে। বিজেপিও কাঠগড়ায় তুলেছে এমকে স্ট্যালিনের সরকারকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement