House collapse

ঝড়বৃষ্টিতে দিল্লিতে ধসে পড়ল বাড়ি, চাপা পড়ে তিন সন্তানের সঙ্গে মৃত্যু মায়ের, গুরুতর জখম বাবা

বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে দিল্লিতে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। তার জেরে উপড়ে গিয়েছে বহু গাছ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ২০:২০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ঝড়বৃষ্টিতে দিল্লির দ্বারকায় ধসে পড়ল বাড়ি। চাপা পড়ে প্রাণ হারালেন মা এবং তিন শিশু। গুরুতর আহত ওই শিশুদের বাবা। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে দিল্লিতে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। তার জেরে উপড়ে গিয়েছে বহু গাছ। আটকে গিয়েছে রাস্তা। দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে দাফরপুর এলাকা থেকে তাদের কাছে একটি ফোন এসেছিল। খবর পেয়েই ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের দু’টি ইঞ্জিন। সেখানে গিয়ে দেখা যায়, ঝড়বৃষ্টিতে বাড়িটির উপর একটি গাছ ভেঙে পড়েছে। তাতেই বাড়ির একটি ঘর ধসে পড়ে। সেখানে আটকে পড়েন জ্যোতি নামে এক তরুণী এবং তাঁর তিন শিশু। পাশের ঘরে আটকে পড়েন শিশুটির বাবা বিজয়।

চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তরুণী এবং তাঁর তিন সন্তানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। বিজয়কে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

দিল্লির চাওলা এলাকায় আরও একটি বাড়ির একাংশ ধসে পড়েছে। সেখানে আটকে পড়েন কয়েক জন। ঘটনাস্থলে উদ্ধারকাজে নামে দমকল বাহিনী এবং পুলিশ। রাজধানীতে এখনও চলছে ঝড়বৃষ্টি। দিনের শুরুতে লাল সতর্কতা জারি করেছিল মৌসম ভবন (আইএমডি)। পরে তা বদলে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement