Fire in House

কেরলে নিজের বাড়িতেই দগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধ দম্পতির, ছেলেকে গ্রেফতার করল পুলিশ

ভোরের দিকে স্থানীয় এক অটোচালক বাড়িটি দাউদাউ করে জ্বলতে দেখেন। দমকলে খবর দেওয়া হয়। তত ক্ষণে বাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ভিতরে থাকা দম্পতিরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৪
Share:

নিজের বাড়িতেই দগ্ধ হয়ে মৃত্যু হল বৃদ্ধ দম্পতির। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিজের বাড়িতেই দগ্ধ হয়ে মৃত্যু হল বৃদ্ধ দম্পতির। শনিবার ভোরে কেরলের অলপ্পুরায় ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় দম্পতির ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। কী ভাবে বাড়িতে আগুন লাগল, জানতে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম রাঘবন (৯৬) এবং ভারতী (৮৬)। তাঁরা কেরলের অলপ্পুরা জেলার চেনিথালা গ্রামের বাসিন্দা ছিলেন। শুক্রবার গভীর রাতে তাঁদের বাড়িতে কোনও ভাবে আগুন লেগে যায়। সে সময় তাঁদের ছেলে বিজয়ন বাড়িতে ছিলেন না। ঘুমন্ত অবস্থাতেই দগ্ধ হয়ে মৃত্যু হয় দম্পতির। ভোরের দিকে স্থানীয় এক অটোচালক বাড়িটি দাউ দাউ করে জ্বলতে দেখেন। তিনিই প্রতিবেশীদের ডাকেন। দমকলে খবর দেওয়া হয়। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তত ক্ষণে বাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ভিতরে থাকা দম্পতিরও।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কী ভাবে আগুন লাগল, জানতে শুরু হয় তদন্ত। এর পরেই দম্পতির ছেলে বিজয়নকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত বেশ কয়েক দিন ধরে বাবা-মায়ের সঙ্গে বিজয়নের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। পুলিশের অনুমান, তার জেরেই নিজের বাড়িতে আগুন লাগিয়ে বাবা-মাকে খুন করেছেন বিজয়ন। দম্পতির দগ্ধ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement